আমাদের কথা খুঁজে নিন

   

৪০ বছর পর উরুগুয়ে সেমিফাইনালে

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

৪০ বছর পর বিশ্বকাপ ফুটবল আসরে সেমিফাইনালে উঠেছে দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। হারতে হারতে জয় নিয়ে জোহানেসবার্গ থেকে হোটেলে ফিরে গেছে উর্বগুয়ে দল। আর কান্নায় ভেঙে পড়ে ঘানা ফুটবল দল। তাদের কান্না থামাতে চেষ্টা করেন কর্মকর্তারা।

টাইব্রেকারে হারের পর খলনায়ক বনে যাওয়া ঘানার আসামোয়া জিয়ানের কান্না থামাতে ঘানা অধিনায়ক জন পান্তসিল বারবার চেষ্টা করেন। তিনি তাকে সান্ত্বনা দেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।