আমাদের কথা খুঁজে নিন

   

খ্রিষ্টানদেরা কেনো ঈশ্বরের পূজা না করে ঈশ্বর পুত্র যীশুর পূজা করে?

খ্রিষ্টানেরা ট্রিনিটিতে বিশ্বাসী। তিনজনকে নিয়ে এক ঈশ্বর। ঈশ্বর-পিতা, ঈশ্বর-পুত্র ও ঈশ্বর-আত্মা। ঈশ্বর পিতার নাম ইয়াহওয়ে। তিনি মানব বেশ ধারন করে ঈশ্বর পুত্র যীশু হয়ে দুনিয়াতে এসেছেন।

ঈশ্বর-আত্মা হচ্ছে ঈশ্বর থেকে আসা এক পবিত্র আত্মা। যীশুকে খ্রিষ্টানেরা ঈশ্বর ও ঈশ্বর পুত্র দুটোই মানে। ইয়াহওয়ে যিনি তিনিই যীশু (ইয়াহওয়ের মানবরুপ)। তিনিই আবার পবিত্র আত্মা। খ্রিষ্টানেরা ঈশ্বর-পিতা ইয়াহওয়েকে নাম ধরে ডাকে না।

ডাকে ফাদার বলে। ইয়াহওয়ে নিজের পুত্র যীশু হয়ে পৃথিবীতে এসেছেন ম্যারির কোলে। তাই যীশুর মাকে খ্রিষ্টানেরা ডাকে মাদার ম্যারি বলে। খ্রিষ্টানেরা যীশুকেই ঈশ্বর মানে যেহেতু তিনি মানবরুপ নিয়ে পুত্র হয়ে মাদার ম্যারির কোলে এসেছেন। খ্রিষ্টানেরা ঈশ্বর পিতাকে সরাসরি পূজা করে না।

ঈশ্বর-পুত্র যীশুকে পূজা করে। খ্রিষ্টানদের বিশ্বাস যীশুকে পূজা করলেই ঈশ্বর-পিতাকে পূজা করা হয়। ঈশ্বর-আত্মাকেও পূজা করা হয় কারন সবাই এক ঈশ্বরের অংশ। সেই হিসেবে যীশুই খ্রিষ্টানদের ঈশ্বর আবার যীশুই ঈশ্বর পুত্র। দেখা যাচ্ছে খ্রিষ্টানদের ঈশ্বর ধারন মুসলমান ও ইহুদীদের মতো এত সরল নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।