আমার মাঝে একজন কবিকে আমি লালন করি
আজ আমার ভীষণ রাগ লাগছে।
রাগ লাগছে এই কারণে যে আর্জেন্টিনার কতিপয় উশৃঙ্খল পাবলিক ব্রাজিল বধে আনন্দ মিছিল করছে, পটকা ফুটায়ছে,পার্টি দিছে।
আমার চোখে জলের ধারা নামে , আর হালারা ফূর্তি করে।
হৃদয় আমার ভেঙ্গে যায় আর ওরা আমারে খেপায়।
আরে ভাই খেলায় তো হার জিত থাকবেই।
ব্রাজিলের আজ দিন ভাল ছিল না বা ওদের স্ট্যাটিজিতে গলদ ছিল তাতে তাদের বিদায় হইছে। তাতো হওয়া স্বাভাবিক। কিন্তু ওরা যা করল।
তাই জার্মানির জয় চাই ই চাই আমি।
জার্মানি যেভাবে আগাচ্ছে তাতে জয়ী তাদের হওয়া উচিত।
আর্জেন্টিনা তো স্পেনের যোগ্য প্রতিপক্ষ না সেমিতে।
তাই জার্মানি জয় তোদের হবেই ,,,,আর্জেন্টিনা বিদায় নিবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।