আমাদের কথা খুঁজে নিন

   

যদি হয় দেখা বিরহী পথের শেষে আরো একটি অহেতুক কবিতা

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।

শ্রাবণের বিকেলে কিংবা আষাঢ়ের মধ্যদুপুরে দুঃসাহস আমার কোন কালেই ছিল না বুকের মাঝে এক খন্ড বজ্রপাত নিয়ে হয়তো কোনদিন তোমায় বলবো না "এসো" আমার ভালোবাসা হাঁটি-হাঁটি পা পা করে বেড়ে ওঠা এক স্নিগ্ধ শিশুবোধ পাহাড় ডিঙাতে চাইনা আমি কারন সাহস আমার অপ্রতুল কিংবা নেই শুধু ভালোবাসতে চাই আমি কারণ আমার আছো তুমি, আছো তো ? দু'জনে মিলে আমরা কি লিখিনি প্রেমান্ধ রাতের ঘুমহীন প্রহরের আত্মকথা সাহস নেই, তবু কি তোমার মমতায় অপলকেই কান্তিহীন হয়ে পড়েনি আমার চেতনা তুমি না চাইলেও আমি প্রতিদিন মেতে উঠি ভালোবাসার বহুব্রীহি উৎসবে যে লোভ প্রাপ্তিতেও বার বার ফিরে আসে এ মন তো জানে কে তার জননী তুমি বলো পাগলমি আমি বলি 'কিছু না' তবু এক মুঠো সাহস আমার নেই তোমার কাছে চেয়েছি আমি অনেক কিছু, তবু হাত বাড়িয়ে বলতে পারিনি "হাতটা দাও" কিছু প্রেম আজো বাকি রয়ে গেছে বলে বেঁচে আছি, ঠিক যেমন আমার আছো তুমি তাই অদ্ভূত সুখ পাই নিজেকে তোমার প্রেমিক ভেবে অথচ ডুবে আছি আমারই সমস্ত সত্তা নিয়ে তোমার ভালোবাসার প্লাবনে সেই পুকুরটার পাড়ে এখনো গিয়ে বসি, একা অনুভবের অজানা প্রান্তর থেকে একটা কণ্ঠ চিৎকার করে বলে এই তো তুমি, সবখানে তুমি মেঠোপথের এ ধার থেকে ও ধার পুরো বলয় জুড়ে তুমি, তবু তুমি নেই। সাহস আমার কোন কালেই ছিল না, শ্রাবণের বিকেলে কিংবা আষাঢ়ের মধ্যদুপুরে বেড়েছি শুধু আমি, ভালোবাসা আমার আজো বড় হয়নি চাওয়া হয়নি অনেক কিছুই, পাওয়া হয়নি তোমায়, তুমি হেঁটে গেছো অনেকখানি পথ আমায় না নিয়ে আমি আজো সেখানে, হাঁটি-হাঁটি পা পা, এমনকি ঠায় দাঁড়িয়ে আছে পুকুরপাড়ের কাঠাঁলগাছটাও কিন্তু হঠাৎ পুরোনো অধিকারে যদি কিছু চেয়ে বসি! না না চাইবোনা কখনো কারন সাহস কোন কালেই আমার ছিল না মা করোনা আমাকে। রাজীব দে সরকার এর বাংলা ব্লগ এর কবিতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।