আমাদের কথা খুঁজে নিন

   

সুরঞ্জিত হাসপাতালে

রোববার রাত ১০টার দিকে তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। তাকে সিসিইউতে রাখা হয়েছে বলে সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কামরুল হক জানিয়েছেন।

৬৬ বছর বয়সী এই নেতার অসুস্থতার বিষয়ে কিছু বলতে পারেননি তার সহকারী।

হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “উনার বুক ধড়ফর করছিল। উনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ পি এম সোহরাবউজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।  

রোববার সন্ধ্যায় গণভবনে একটি সভায় অংশ নিয়েছিলেন সুরঞ্জিত।

কামরুল বলেন, “গণভবনে মিটিংয়ের পরে অসুস্থ বোধ করায় বাসায় চলে আসেন তিনি। এরপর আরো খারাপ লাগলে ল্যাবএইডে নেয়া হয় তাকে। ”

ফাইল ছবি

সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে।

প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন।

তবে সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করলেও তা গ্রহণ না করে তাকে মন্ত্রী হিসাবে রাখেন শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং এমএ করেন।

সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন সুরঞ্জিত। তিনি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের একজন সদস্য।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.