মনে হয় বুনো পাখিদের দেশ থেকে দেশান্তরে যাতায়াত দেখেই তারা পালাবার শিক্ষালাভ হয়েছিল।
ফেসবুকে একজন ব্লগারের আজকের স্ট্যাটাস দেখনের পর ভাবতি বসলাম। স্ট্যাটাসখানা এইরকম: প্রধানমন্ত্রী দেখতে যাওনের পরদিনই ফারুককে মরতে হল কেন? তিনিতো চিকিৎসার জন্য 'সব ধরণের' ব্যবস্থা নিতে নির্দেশ দিছিলেন। এই 'সব ধরণের' ব্যবস্থার স্বরূপ কি একটি লাশ? হাচাইতো। এই গাড়ি পোড়ার ঘটনা লই ঘটনার দিনের বিডিনিউজের লিঙ্ক খুইজা হতাশ হৈলাম।
পাইলাম না। তয় আজকের নিউজে লিখসে : হরতালের আগের রাতে রাজধানীর মগবাজারে ট্যাক্সিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ মো. ফারুক হোসেন (২৮) মারা গেছেন। হরতালের আগের রাতে কে বা কারা আগুন ধরাই দিসে সেই বিষয় লই এইখানে কোন তথ্য স্পষ্ট কইরা দেওয়া নেই। তয় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী-নেতাগো বক্তৃতা বিবৃতিতে আর ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ-পাঠকেরা বারবার কইতে দেখলাম হরতালকারীগো কাম এইটা।
হৈতে পারে এইটা হরতালকারীগোই কাম।
বাংলাদেশে এই সংস্কৃতিতো আছেই। তারপরও বিভ্রান্ত হৈতেসি বারম্বার । হাচাইতো? হরতালকারীরাই আগুন দিসে? খুব সম্ভব এই জ্বালাও পোড়াওর দেশে এইটা।
টিভিতে গতকালকেই দেখতেসিলাম দুই লোকের সাথেই হসপিটালের এপ্রন পইড়া দেখা করতে গেসেন প্রধানমন্ত্রী। শুধু মুখ ছাড়া আর সব এপ্রন-গ্লাবসে ঢাকা।
ঠিক যেমন হজ্বে যাওনের টাইমে প্রধানমন্ত্রী হিজাব পইড়া থাকেন। দুজন লোকই বুবুজানের লগে খুব আবেগ ভইরা কথা কইতেসেন আর ক্ষোভ প্রকাশ করতেসেন। দেইখা দর্শকেরও চক্ষে আপনা-আপনি পানি আয়া পড়বো। আমারো তাই হৈসে।
মনে আছে পিডব্লিউডির একজন প্রকৌশলীও গুরুতর আহত হৈসিলেন, ইনি অবশ্যই হরতালের টাইমে।
সেখানেও মন্ত্রী-প্রধানমন্ত্রীগো ভীড় ছিল। মহিলার এত্ত দরদ উথলে ওঠা ব্যাপক সন্দেহ জাগায়সে বৈকি! ক্যেন? তিনি কি সত্যি এতই দরদী কেহ?
'মানুষ পোড়ানোর রাজনীতি' পরিহার করুন : প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক খেমটামারা বক্তৃতাবাজি গলায় লাগতেসে বারম্বার। নানকের বাসভর্তি মানুষ পুড়ানোর ঘটনা মনে পড়তেসে। এই আগুন কে লাগালো? বিএনপির ক্ষুদ্ধ সমর্থকরা? নাকি অন্য কেহ, যাগো এই বক্তৃতাগিরি দরকার ঠিক এই টাইমে?
প্রকৌশলী টাকাপয়সায় বড়লোক, তার জীবনটা তাই বাজি খেলায় হারে নাই। বেচারা ফারুকের খেলায় হার হৈ গেলো? একটি লাশের প্রয়োজনে?
আট কুঠুরি নয় দরজা নামে সমরেশের একখান উপন্যঅস পড়সিলাম।
ফারুকের জন্য বড় মায়া হৈতাসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।