পরাঞ্জয়ী...
যতবার তোমায় বুঝি স্রেফ ভুলই বুঝি! যখন ভাবি তুমি আমার শরতের খুব প্রিয় শুভ্র শিউলী, হাতের কাছে পড়ে থাকে শেয়ারবাজারের কিছু অপ্রয়োজনীয় কাগজের টুকরো! যখন ভাবি তুমি আমার "ভীষণ খরায় মরা নদীর ঢেউ" পায়ের কাছে পড়ে থাকে খালি কলস, জলহীন আমি পিপাসায় মরি! আমার ভেতরের "আমি"টাই যুদ্ধ বাঁধিয়ে দেয়। আমি যুদ্ধ করি, আমিই থামাই!
যখন ভাবি, "থাক, না হয় ভুলেই যাব"! তখনই তুমি পায়ে এসে আছড়ে পড়! বল "দেবী, ভালবাসি, ভালবাসি, ভীষণ ভালবাসি, যেওনা"।উফফফ! কী বিপত্তি। না থাকতে পারি, না যেতে! মন আর মনুষ্যত্বের দ্বন্দ্ব বড় ভোগায়! তুমি বড় অবুঝ!
জীবনভরে প্রকান্ড এক "ছি!ছি" বয়ে বেড়াচ্ছি! আবার তোমার কারনে কলঙ্কের বোঝা কাঁধে করে এই বয়সে কুলহারা হব এমন শ্যামের বিবশ আমি নই গো! বাঁশি তুমি যতই বাজাও, ও শুনে আর কানের সাথে হৃদয়ের যুদ্ধ আমি বাঁধাব না দিব্যি বলছি!! কষ্ট পেলে পাও তাতে আমার কী!
যখন তোমার বুকের প্রতীক্ষায় থেকে বড় অধৈর্য হয়ে বুকে বালিশ টেনে নেই, তখনই এসে হাজির হও বুক পেতে। ইশ! তোমার বুঝি লাজ শরমের বালাই নেই?!বুকের ভেতর বুকের উষ্ণতা কী এমনি করে খোঁজে কেউ? তোমায় নিয়ে আর পারলাম না!! তুমি বড় অবুঝ!
যখনই ভাবি চলে যাব, তুমি এসে হাজির হও। চোখের ভাষায় বুঝিয়ে দাও "যেওনা"! তখন যে নারীর জন্য "চলে যাওয়া" কত বড় বিড়ম্বনা তোমরা পুরুষরা তার বিন্দুটুকুও জানতে পার বলে অন্যায় দোষারোপ করতে পারিনে! উফফ, এই হল বুঝি "ভালবাসা"?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।