http://profiles.google.com/mshahriar
হরতালের আগুনে বেগুনপোড়া ফারুক চলে গেলো বিধাতার ভোজে ৷ দেশের মানুষ আরো একটা কমলো, অতএব এখন আমরা হিসাব করতে বসি দেশের মানুষ আর কতো কমলে আমরা বাকিরা শান্তিতে থাকবো৷ আর কতো কমলে আমাদের শহরে যানজট থাকবে না৷
ঝড়-বন্যা-জলোচ্ছাসে যায়, লঞ্চ ডুবে কিছু কমে, কমে কিছু অন্য সব দুর্ঘটনায়৷ বাড়ি ভেঙে কমে, বাড়িতে আগুন লেগে কমে, পুলিশ-রেবের গুলিতে কমে কিছু, নেতা-নেত্রীর হাসির ঝলকে কমে, কমে চোখের ক্রুর চাহনিতে, আরো কিছু কমে প্রতিদিনের খুন খারাপিতে, তবু এ দেশের মানুষ কমে কই?
কমে না, যথেষ্ট কমে না৷ আরো কমা দরকার, আরো অনেক অনেক কমা দরকার৷ তাই ওদেরকে দাও, ওরা হরতাল, আন্দোলন ইত্যাদির আগুনে পুড়িয়ে আরো কিছু মানুষ কমাক৷
কুত্তায় দেয় আগুন; জ্বলে সে আগুন মানুষের গায়৷ এখন সময় যতো কুত্তার; এ দেশ, এ সময়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।