আমাদের কথা খুঁজে নিন

   

এপিটাফ

তবু সে তো স্বপ্ন নয়, সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়
পৃথিবীকে ভালোবেসে পরে অভিমানে ফ্রস্ট নাকি চুপ করে আছে সমাধিতে; মধুকবি লিখে গেছে জননীর নাম, দত্তকুলের কথা, পিতা , নদী, গ্রাম। গালে হাত দিয়ে ভাবি আমার ফলকে নতুন কিছু কি আমি লিখে যেতে পারি? আমি তো তেমন কেউ নই কাজে গুণে বিত্তে, দেহের ছাঁদে, মানুষের মনে কোন দাবি সাথে নিয়ে ফিসফিসে বলিঃ আমাকে ভুলো না যেন, আমিও ছিলাম তোমাদের আশেপাশে, জোছনার আলো হাসনাহেনার ঘ্রাণ, নদী কুলু কুলু পাহাড়ের চূড়া থেকে হিমছড়ি বেলা রাঙামাটি হ্রদে বোটে অলস দু'বেলা আমিও এসব কিছু ভালোবাসতাম সবাই যা ভালোবাসে, গৎবাঁধা সুর। আমার পিতা ও কুল নিরাপদ থাক আমার ফলক থেকে, বিখ্যাত তাঁরা আমি বড় অবিশেষ, বেমানান খুব আলোড়নী কোনো কিছু করি নি রচনা মগজে না কাগজে না জীবনে না। তাহলে এটাই লিখি - "এইখানে শুয়ে লুকিয়ে রয়েছে লোক ভীতু সাধারণ, একটি মেয়েকে কিছু বলার না পেয়ে হৃদয় পচিয়ে সার হয়েছে ঘাসের।"
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।