আজ সকালে শুভ উদ্বোধন হয়ে গেল মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার। ফ্লাইওভারটি উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহতর মিরপুরবাসীর অসহনীয় যানজট নিরসন এবং সল্পসময়ে এয়ারপোর্ট পৌছানোর লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রনালয়ের সড়ক বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে গত মার্চ ২০১০ মাসে মিরপুর-এয়ারপোর্ট রোডে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহন করে এবং ২৫ জানুয়ারী ২০১১ তারিখ হতে প্রকল্পের কাজ শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যগণের বিচক্ষনতা, নিষ্ঠা এবং কর্মদক্ষতায় নির্ধারিত সময়ের পূর্বেই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলো। ( প্রকল্পটিতে রড সরবারহকারী প্রতিষ্ঠান আর.এস.আর. এম স্টীল এর প্রেস এ্যাড, প্রথম আলোয় প্রকাশিত) এক নজরে প্রকল্পটি - প্রকল্পের নাম - মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নকারী - বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্প ব্যয়-১৯৯.৮৮ কোটি অথায়ন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফ্লাইওভারের ধরন- পিসি গার্ডার ও বক্স গার্ডার ফ্লাইওভার ফাউন্ডেশনের ধরণ- আর সি সি পাইল ফাউন্ডেশন সুপার স্ট্রাকচারের ধরন- প্রিষ্ট্রেসড কংক্রিট গার্ডার দৈর্ঘ- ১৭৯৩ মিটার প্রস্থ-১৫.৫২ মিটার লেন- ৪(২+২) পাইল সংখ্যা-৪১৯ পাইল ক্যাপ সংখ্যা-৫২ পিয়ার সংখ্যা-৫২ পিয়ার হেড সংখ্যা-৫২ স্প্যান সংখ্যা-১০৫ পিসি গার্ডার সংখ্যা-২০৮ বক্স গার্ডার সংখ্যা-০৮ এ্যাবাটমেন্ট সংখ্যা-০৮ তথ্য সূত্র - মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার উদ্বোধনী প্রচারপত্র, বাংলাদেশ সেনবাহিনী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।