আমাদের কথা খুঁজে নিন

   

বেসুরা কথামালা.................

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
ভালবাসায় মনের আশায় ফোঁটে তাজা ফুল, রঙিন প্রেমে নয়া প্রেমিক পায়না কোন কুল। চারিধারে সব সুন্দর আর মধুর মত লাগে, প্রেমিক মিয়া মনটা যখন নয়া প্রেমে জাগে। সকল দুঃখ দূরে পালায় সুখের জোয়ার দেখে, প্রেমিক মিয়া আস্তে আস্তে প্রেম করতে শেখে। প্রেমিক মিয়া ভাবে শুধু কেমনে বলবে তারে ? একটুকু ভুল হইলে যদি হারায় একেবারে। চিন্তায় চিন্তায় মুখে তাহার দুঃখেরও ছাপ পড়ে, ক্ষণে ক্ষণে মনে মনে বিরহ প্রেম ঝরে।

সাহস সঞ্চার করে প্রেমিক যায় প্রিয়ার কাছে, প্রিয়ারে সব বলবে খুলে সেই বল আজ আছে। পরম সাহসে ভর দিয়া বলল যখন কথা, কাঁপন দেখে হাসে মেয়ে কনকন করে ব্যথা। ব্যথায় চুপচাপ চলে আসে হঠাৎ বিদায় নিয়া, প্রেম বুঝি আর হবে না তার ভাবে প্রেমিক মিয়া। এরপরেও অনেকবারে চেষ্টা চালায় সে, সববারেই ব্যর্থ প্রেমিক ভাগ্যে নাই যে। কি আর করবে প্রেমিক মিয়া দুঃখে জীবন কাটায়, নাও ভাসানোর আগেই পড়ল প্রেমেরও গাঙ ভাঁটায়।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।