আমাদের কথা খুঁজে নিন

   

ডুমনিখাল রক্ষার আন্দোলন। অস্তিত রক্ষার আন্দোলন। আপনার সমর্থন চাই


ডুমনি খাল রক্ষা আন্দোলন। আমাদের প্রিয় শহর ঢাকাতে প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে কোন না কোন জলাধার কিংবা তার অংশ বিশেষ। তেমনি একটি জলাধার “ডুমনি খাল ”। খালটি ঢাকার পূর্বাঞ্চল খিলক্ষেতের পাশে গুলশান থানায় অবস্থিত। দখলদার আর দূষণকারীদের সঙ্গে লড়াই করে যেখানে ঢাকার প্রতিটি খালই আজ মৃত।

সেখানে এটি ঢাকা শহরের একমাত্র খাল যাতে সম্পূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্য বিরাজমান। যে বন্ধুটি হাজার বছর ধরে পানি নিষ্কাশন, ভূগর্ভস্থ পানি সঞ্চয়, জীববৈচিত্র রক্ষার পাশাপাশি শুষ্ক মৌসুমে বুক উজার করে হাজারো কৃষককে স্থান করে দিয়েছে কৃষিকাজের জন্য আর ভরা বর্ষায় সেই কৃষকের হাতে জাল কিংবা বৈঠা দিয়ে নিশ্চিত করেছে জীবিকা । সেই বন্ধুর অস্তিত আজ বিপন্ন, কয়েকদিন যাবত কতিপয় ভূমিদূস্যুরা তৎপরতা চালাচ্ছে এই জলাধারটি দখল করে নিতে। পাইপগুলো প্রস্তুত রাখা হয়েছে খালটির চির সমাধির জন্য। সোচ্চার হোন ডুমরি খালের এ দখল পরিবেশ আইন ১৯৯৫, পরিবেশ নীতিমালা, বেঙ্গল ক্যানেল এ্যাক্ট ১৮৬৪, মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উম্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরণ আইন ২০০০ এর সম্পূর্ন পরিপন্থী।

আমরা জানি ভূমিদূস্যুরা মতাবান, গুন্ডা-মস্তান, কতিপয় আইন প্রয়োগ বাহিনীর লোকবল, অর্থ থেকে শুরু করে লাল বিল্ডিংয়ে ক্ষমতার ভয় সবই আছে তাদের। কিন্তু আমরা কম যাই কিসে আমাদেরও ক্ষমতা আছে। দেশের শুধুমাত্র র্ভাচুয়াল জগৎ আমার বিরাজ করছি লক্ষ লক্ষ বন্ধু। যারা দেশে ও দেশের স্বার্থে যেকোন সময় গর্জে ওঠার সামর্থ্য রাখি। আর এটা নিশ্চিত আমরা গর্জে উঠলে অস্তিত সংকটে পড়বে এ দূস্যুরা।

এই ভার্চুয়াল জগতের সদস্য হিসেবে আমরা তার প্রমাণ দিয়েছি অনেকবার। আসুন বন্ধু আমরা একত্রে গর্জে ওঠি। ডুমনী খালকে বাচাঁতে হবে যেকোন মূল্যে। ইতিমধ্যে ফেইস বুকে একটি গ্রুপ খোলা হয়েছে। আপনার কম্পিউটার আর এই একাউন্টটিই আজ আমাদের সবচেয়ে বড় হাতিয়ার।

জনসচেতনতা তৈরিতে আপনি আপনার সকল সামাজিক সাইটে এই লড়াইয়ের আহবান পৌছে দিন আমাদের বন্ধুদের। আমরা বিশ্বাস করি, আমরা পারব। আমাদের পারতে হবে, নিজেদের অস্তিত রক্ষার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ পরিবেশে বাচাঁর অধিকার নিশ্চিত করতে। এখনই সোচ্চার হোন জলাধারটি স্থায়ী দখলের পূর্বে। ইতিমধ্যে ফেইস বুকে একটি গ্রুপ খোলা হয়েছে।

বন্ধু তুমি এগিয়ে এসো তোমার দায়িত্ববোধ থেকে। আমরা পারব। এটি কোরিয়ার রাজধানী সিউলের ছবি তারা, ফ্লাইওভার ভেঙ্গে আবারও জালাধার তৈরি করেছে। শহররের প্রাণ কেন্দ্রে জলাধার থাকে তা শুধু বুঝতে চান না কিংবা জানেন না আমাদের কতিপয় ভূমিদস্যুরা এবং তাদের পরিকল্পনাবিদরা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।