আহত উড়াল
কিছুটা জানা হলো কিছুটা অজানা,
কিছুটা দেখা হলো কিছুটা অদেখা,
যতটা জানা হলো তারও বেশি যেন বোঝা,
যতটা দেখা হলো তারও বেশি যেন খোঁজা।
যেটুকু পেলো মন সেটুকু কান্নায়
যেটুকু ছুঁলো মন সেটুকু বেদনায়
বুকেরও আকাশে মেঘেদের গান
বিষাদের বৃষ্টিতে করছি স্নান
ঝরে যাক বারিধারা চোখেরও দিগন্তে
একা তবু হেঁটে যাবো আশারও সীমান্তে
হেঁটে হেঁটে পার হবো অদেখার বাঁক
শুনেছি বুকেরও মাঝে সুদূরের ডাক
যতটা পার হলো পথ ততটা অপার
দেখেছি আশার আলো যখন অথৈ আঁধার
সে আঁধার পেরিয়ে বুঝি পাবো নতুন ভোর
কত মায়া জানা হলো, জানা হলো ঘোর...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।