পরাঞ্জয়ী...
যন্ত্রনার বীজ বুনছি আমি। তুমি কী টের পাও? ভালবাসি বলে স্বীকারক্তি দাও, কাছে টানতে দোষ কই? এক জীবনে আর কত অভিমান করবে বল?
আমারে কান্দাইয়া কোন সুখের বাণে ভাসবি ক'
এইডারে কি জীবন কয়?
আমার বুক জ্বলে পিপাসায়। তোর চোখের জলে স্বাদ মেটে না রে। সুখের জলে ডুব দিতে দে'না।
রাবনের চিতায় জইলা কোন সুধায় তিয়াস মিটাবি ক'
তোর বুকের ভিতর কি দিল নাই?
রাতের আঁধার ফাঁকি দিয়ে কাঁদ।
একলা কাঁদনা, আমারেও কাঁদাও। কেমন করে পার বলতো?
আমারে ফাঁকি দিয়া আর কত আবডালে চোখ মুছবি?
এমন কইরা কি বাঁচন যায়?
মন চায় আমাকে, প্রাণের দাবীও আমি। তবে কিসের দাবিতে আমায় উপেক্ষা কর? একটাই জীবন। তার অর্ধেক আমায় ছাড়া পার করে কী ভাল থাকবে বল?
গলায় আমার ফাঁসির দড়ি পিন্দায়া মরণের সখে পাইছে তোরে?
বাঁচনের পিয়াস মিট্যা গ্যাছে?
একবার ডেকে দেখ, ছুটে যাব! স্বপ্নে নয়, বাস্তবে। ভালবাসি বলে সব কিছুর বুকে ছুরি মেরে আমায় ডেকে দেখ, ঠকবেনা তুমি।
তর লাইগ্যা বুকের ভিতরডা ফাঁকা লাগে,
মনে লয় তেপান্তরের মাঠ
সুখে থাকতে দিলি না রে
এইডারে কি জীবন কয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।