আমাদের কথা খুঁজে নিন

   

বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে নবম কূপ খনন শুরু

রোববার পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মনসুর কূপ খনন কাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, নতুন এই কূপ থেকে প্রতিদিন ১৫ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। আগামী তিন মাসের মধ্যে খনন কাজ শেষ হবে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ী গ্রামে ১৯৬৯ সালে বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবিষ্কৃত হয়। ওই বছরেই সেখানে একটি কূপ খনন করা হয়। পরে ১৯৮১-৮২ সালে আরো চারটি এবং ১৯৮৯-৯০ সালে তিনটি কূপ খনন করা হয়।
অনুষ্ঠানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।