ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।
আগের খেলা ২টি দেখতে পারিনি। আইভরির সাথে খেলার সময় ছিলাম বিমানে, আফসুস করে সিংগাপুর বিমানবন্দর থেকে একটা পোষ্ট দিছিলাম ব্লগে Click This Link পরে শুধুমাত্র হাইলাইটস দেখেছি। খুব ভাল লাগেনি হাইলাইটস গুলো।
কত কষ্ট করে ২ টা গোল করেছে উঃ কোরিয়ার সাথে। তার পরও জানি ব্রাজিল শুরু করে খারাপ ভাবে, শেষ করে ভালভাবে। কারণ প্রতিযোগীতামুলক ম্যাচে অনেকদিন পরে একসাথে খেলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই। যত দিন গড়ায় তত বিপদজনক হয় ওরা। ভাল দলের সাথে যখন ভাল খেলা উচিত ওরা তখন ভাল খেলে।
এরিকসনের মত বলতে হয়, "They bite when the have to bite" . এজন্যই ওরা র্যাংকিং এ সবার উপরে, হঠাৎ খারাপ খেলার রেকর্ড খুব কম।
পর্তুগাল আমার প্রিয় আরেকটা টিম, ঠিক পর্তুগাল বললে ভুল হবে, রোনাল্ডো আমার প্রিয় খেলোয়ারদের একজন। সুতরাং গতকালের খেলাটা জমবে ভাল মনে করে অনেক আয়োজন করে বসেছিলাম। প্রথমার্ধে ব্রাজিল ৩ পর্তুগাল ৪, দেখেই মেজাজ বিলা হয়ে গেলো। এগুলো কিন্তুক গোল না হলুদ কার্ড।
খেলতে নামেনি যেন, নেমেছে ফাউল করতে। বলার মত একটাই আক্রমন করেছিল ব্রাজিল, গোলকিপারের হাত থেকে বারে লেগে ফিরে আসে। দ্বিতিয়ার্ধে খুজে পাইলাম না ওদের। পর্তুগাল খেললো অনেক ভাল দ্বিতিয়ার্ধে, রোনাল্ডো খেললো রোনাল্ডোর মতই, ফলে ম্যাচ সেরা হতে বেগ পেতে হয় নি একটুও।
কাকা রবিনহো ছাড়া ব্রাজিলকে ছন্নছাড়া একটা টিম মনে হয়েছে।
লুসিও না থাকলে দেখা যেতো এক হালি গোল খেয়ে বসে আছে । মেজাজ বিলা দুংগার উপর রোনাল্ডিনহো কে কেনো নেয় নি দলে। পোলাটা এখনো ভাল খেলছে। কাকা অনেকদিন ধরে ইনজুরিতে ছিল, আস্তে আস্তে ফিরে পাচ্ছে নিজেকে, কিন্তু এক কাকা যদি লাল কার্ড খায় বা আহত হয়, ঠিক পরের ম্যাচেরই বিদায় নিতে হবে ব্রাজিলকে। কাকার অভাব পূরণ করার মত একজনই ছিল সে হলো রোনাল্ডিনহো।
মিস করছি ওর খেলা।
এই পোষ্ট দেখে আর্জেন্টিনার ভক্তদের উৎফুল্ল হওয়ার অনেক কিছুই আছে, আবার কিছুই নাই। তবে আমি সমালোচনা করেছি নিজের। মেসি সেরা খেলোয়ার কোনো সন্দেহ নাই আমার। ও আমারও প্রিয়।
কিন্তু মেসি ছাড়া আর্জেন্টিনা এক্কেবারে ভোতা রামদা। ব্রাজিল দল কিন্তু জন্ম থেকেই প্রিয় না আমার, বরং বড় ভাই দের দেখেছি ম্যারাডোনা/আর্জেন্টিনা বলতে পাগল, মনে মনে আমিও ভক্ত ছিলাম। আমি যখন থেকে খেলা দেখেছি (১৯৯৪) তখন থেকেই দেখেছি রোনাল্ডো জিদান রোনাল্দিনহো কাকা দের রাজত্ব, ফলে ব্রাজিল ফ্রান্স এর ভক্ত হয়ে গেছি অটোমেটিকালি। মেসি আছে বলেই চাচ্ছি আর্জেন্টিনা এবং/অথবা ব্রাজিল ফাইনালে যাক। অন্তত মেসি কাকা রোনাল্ডোদের দল যেন সেমির আগে বাদ না পড়ে, কারণ ওদের খেলা মিস করতে চাই না।
তবে সব শেষে একটা কথা বলি সেটা হল, ব্রাজিল যদি এমন ফালতু খেলা চালিয়ে যায় আমি আর্জেন্টিনার ভক্ত হতে বেশিদিন দেরি নেই। আমি ভাল খেলা দেখেই সাপোর্টার হবো আমার অন্য কি লাভ এখানে?এখানে দেখুন আমার অনেক আগের একটা পোষ্ট Click This Link জিগাইছিলাম, আমি কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করবো? এটা তো বাংলাদেশের রাজনীতি না যে খরাপ দল জেনেও চোখমুখ বুজে সাপোর্ট করবো ২ নম্বরি করে বড়লোক হওনের আশায়। তবে আসল প্রশ্ন হলো কাকা রবিনহো থাকলে কি এতটা খারাপ খেলতো ব্রাজিল? পরের ম্যাচেই বোঝা যাবে সেটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।