আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আজ সকালে গুলশান এভিনিউতে দেখলাম এক জোড়া চটি রাস্তার মাঝখানে শোভা পাচ্ছে। কাছ দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম ততটা পুরোন হয় নি এবং ব্যবহার যোগ্য! মহাত্মা গান্ধীর চটির ঘটনা মনে পড়ল। ট্রেনে উঠেছেন গান্ধীজী এবং ট্রেন চলতে শুরু করেছিল। এ অবস্থায় তাঁর একপাটি চটি নীচে পড়ে যায়। ট্রেনের গতি বেড়ে গেছে।
নেমে গিয়ে চটি তুলে নেবেন সে উপায় নেই। তিনি তৎক্ষনাত অন্য চটিটা খুলে পড়ে যাওয়া চটির কাছে ছুঁড়ে মারলেন। যাত্রীরা জানতে চাইল তিনি পায়ে থাকা চটিটা ছুঁড়ে ফেললেন কেন? গান্ধীজীর উত্তরঃ পড়ে যাওয়া একপাটি চটি কারো কাজে আসবেনা এবং আমার এক পায়ে চটি থাকলে সেটাও কাজে আসবেনা। তাই পায়ের চটি ছুঁড়ে জোড়া পুরো করে দিলাম। এখন কেউ পেলে কাজে লাগাতে পারবে।
এই চটি জোড়ার রহস্য জানতে না পারলেও ফেরার পথে দেখলাম চটি জোড়া নেই। কোন গরীবের হয়ত কাজে লেগেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।