আমাদের কথা খুঁজে নিন

   

আহা জিবন

নির্ঘুম আর ঘুম ! অনিয়মে নিয়মিত এলোমেলো , স্বপ্ন যেন যন্ত্রনা ! স্থিরতা আর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছে স্বকীয়তা !

আজ দুই বার মানিব্যাগ হারালাম ...মজার বেপার টা হলো এই যে প্রথম বার এক ভদ্রলোক পেয়েছিল তিনি আমাকে ফোন দেয়ে তা ফেরত দেয়। কিন্তু আমার কপাল টা মনে হয় ভাল ছিল না ৪৫ মিনিট এর ভিতর আমি আবার তা হারায় ফেললাম ! কি আর করা ! অবশেষ বাসায় ফিরে আসলাম এই ভাবে প্রতিনিয়ত আমি সব কিছু হারিয়ে ফেলছি । থেমে যাচ্ছে আমার সব ! একটা অশুভ কিছু আমকে ঘিরে ধরেছে কিন্তু কি ? জানি না । কমপিউটার টা বিকল হয়েছে বেশ কয়েক মাস ! গিটার টার পিকাআপে প্রব্লেম বেশ কিছু দিন ধরে আমার প্রিয় x3live টার সব টোন মুছে গিয়েছে শব টোন ক্লিন হয়ে গেছে সাগর ভাই এর কাছে দিয়ে আসলাম আল্লাহ জানে কি হবে ! অনেক কিছু এলোমেলো হয়ে ্যাচ্ছে কি ্যে করবো জানি না ভাল লাগে না। ।

। .। । । .।

। । .। । ।

.।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।