আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো কবিতা

দুই পায়ে হাঁটি আর চার চোখে স্বপ্ন দেখি। মানুষের জন্য ভালবাসা, মানুষের জন্য! ঝুম বৃষ্টি চাই (রচনা কালঃ ফেব্রুয়ারি,২০০৮) হৃদয়ে চৈত্রের ক্ষরা । ফেটে চৌচির বুকের জমি । অনেক আশায় লাঙল দিয়েছি, সুধা যতটুকু ছিল দিয়েছি শুধু ভালবাসার বীজ বুনব । কিন্তু মেয়ে, তুমি যেই না তাকাও আমার পানে অমন প্রখর দৃষ্টিতে, হৃদয় পুড়ে খাক্‌ হয়ে যায় ।

দোহাই তোমার মেয়ে, একটু দয়া করো, তোমার কাছে রাগ নয় চাই অনুরাগের ঝুমবৃষ্টি । সরগম (এপ্রিল, ২০০৮) কখনো কি থেকেছি বন্দি সময়ের আলো আঁধারি কারাগারে ? দুঃসময়ে কি আমার মনে ভীড় করেনি সু-সময়ের গানগুলি ? আজ সময় কঠিন, হয়তো হবে কঠিনতর । তবুও কি থামবে আমার গান ? সহজ কথা (জানুয়ারী, ২০০৯) আমি বৃষ্টি হয়েই ঝরতে চাই । ভীষণ ভালবাসি সবুজ । তাই ক্ষরার সময় সিক্ত করি মাটি; বৃষ্টি হয়ে, নিজেকে উজাড় করে ।

দুজনার কাছে দুজনের অনেক ঋণ । তোমার পাশে যখন জলের যৌবন, তুমি কি একটুও বাষ্প দিবেনা আমায়? আমি মেঘ হয়ে-বৃষ্টি করে তোমাকেই তো দেবো ফিরিয়ে । যদি ওটুকুও না দাও; মেঘহীন আমার কিছুই থাকবেনা তোমাকে দেবার । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।