উড়ে যেতে মনে পড়ে প্রিয়
রামধনু সহ এক অবধারিত কান্না ।
থেমে যায় পাখা ,
থামে মনের শাখা প্রশাখা ,
আর সবকিছু মিলে
আমাকে টানে মাটির দিকে ।
টের পাই সোঁদা গন্ধের মধ্যে বয়ে চললেছে এক রজঃস্বলা নদী
এবং তার সাথে একটি অমর প্রতীক্ষা।
আমি কি উড়ে যাব ? না বয়ে যাব ?
সেই দ্বন্ধেই
এই সন্ধ্যায় আজ এই অস্পস্ট কবিতা,
তোমার প্রতি , প্রিয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।