মেহরাব হাসান পিছু নিয়েছে কিছু লোক,উড়ছে শিকারীর চোখঃ
* ১ মাসের জন্য মিছিল সমাবেশ বন্ধ। - অজুহাত মহাসেন।
* বিরোধী দলের হরতার ডেকে আবার প্রত্যাহার। - অজুহাত মহাসেন।
Click This Link
আমার ভাই তোমার ভাই মোল্লা ভাই মোল্লা ভাই।
মিছিল বন্ধ করার আদেশ অমান্য করা হইলো। বাকি থাকে সমাবেশ। স্বামী স্ত্রীর সমাবেশ,প্রেমিক প্রেমিকার সমাবেশ,ছাত্র শিক্ষক সমাবেশ। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার আলোচনা জমায়েত হলো সমাবেশ। সবশেষে সমাবেশ বন্ধ করার আদেশ ও অমান্য করা হইলো।
রামপাল নিয়ে জনগন আগামী এক মাসে কথা বলতে পারবে না। রানা প্লাজা নিয়ে না। শ্রমিক হত্যার বিচার নিয়েও না। সরকারের কিংবা বিরোধী দল গুলোর কথা বলার মাধ্যম আছে কিন্তু জনগনের?
যদিও বন্ধ করেও লাভ নেই প্রথাগত সমাবেশ প্রেস ক্লাবের সামনে মানববন্ধ অথবা পল্টনে লোক ভাড়া করে সমাবেশে কোন লাভ আসে না নিউজ মিডিয়ায় বিজ্ঞাপনের রেট বাড়ে এই যা। ভেবাচেকা খাওয়া জনগনকে আরো ভেবাচেকা খাওয়াতে সুবিধা হয়।
* মহাসেন উপকূলীয় এলাকায় যা সমগ্র বাংলাদেশ না।
মধ্যবিত্তিয়দের অনলাইন ভিত্তিক গণতন্ত্র মুক্তমনা চর্চা সরকার ঘোষিত বক্তব্যর বাহিরে।
সুতরাং লাখ লাখ রামপাল, শ্রমিক হত্যা ইত্যাদি নিয়ে ইভেন্ট খুলতে কোন বিধিনিষেদ নেই।
অলাইন ভিত্তিক মুক্তমনা চর্চার সাথে বাস্তবিক কোন মিল আগামী এক মাসে থাকবে না। জয়হোক মধ্যবিত্তিয় অলাইন মুক্তমনা।
সতর্কীকরনঃ আমি নিজেও একজন উপরোক্ত শ্রেণীর মধ্য আওতাভূক্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।