আহত উড়াল
কী অদ্ভুত! আহত শুন্যতায় উড়ছিল হৃদয়। এমন উড়াল ডানায় পেরোনো হলো বহুদূর পথ। ভীষন রোদে পুড়ে যাওয়া ডানায় ছায়া দিল অমোঘ নিয়তি। যে নিয়তিকে আজন্ম নিষ্ঠুর জেনেছি বিবিধ একাকিত্বে, নির্জন নিঃসঙ্গতায়, সে নিয়তিই কি করুণার মত আশার আলো দিল!
বদলে গেল ফেসবুক এর 'রিলেশনশিপ স্টাটাস'
পাল্টে গেল 'ফেসবুক প্রোফাইল পিকচার'
অথবা 'ইহাহু প্রোফাইল'
এবং চোখের খরায় পুড়ে যাওয়া 'ডেস্কটপ ওয়ালপেপার'
ক্ষুদ্র অনুভবগুলোও ভালোলাগা হয়ে ছুঁয়ে গেল মস্তিস্কের নির্লিপ্ত নিউরোন! সে ছোঁয়ায় পরিবর্তিত হলো মোবাইল এর 'হোম স্ক্রিন'ও
এত্ত এত্ত বদল বদলে দিল 'www.somewhereinblog.net/blog/Odvutshunnota' এর প্রোফাইল পিক এ শূন্যতার প্রতিচ্ছবি হয়ে আটকে থাকা একাকী নৌকার ছবি
বিয়েটা করেই ফেললাম। শুন্যতায় প্রতিস্থাপিত পূর্ণতার জন্য আশীর্বাদের আকাঙ্ক্ষা রেখে গেলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।