আমাদের কথা খুঁজে নিন

   

তারতম্য: অরণ্যে রোদন



যুদ্ধাপরাধের বিচার এর কথা থেকে আজকাল স হজেই চলে আসে রাজনীতিক দল গুলোর কথা। আমার বিগত ২ বছরের পেপার রিভিউ থেকে কটা পয়েন্ট ব্লগার ও গেস্ট দের দিতে চায় সদয় বিবেচনার জন্য, ১। গত দুই বছরে দেশে ক টা খুন হ্য়েছে? কারা করেছে? ২। গত দুই বছরে দেশে ক টা ধর্ষন হয়েছে? কারা করেছে? ৩। গত দুই বছরে দেশে শিক্ষা প্রতিষ্টানে কোন ছাত্র সং গঠন অরাজকতা বেশি করেছে? ৪। কাদের জন্য ভয়ে বাবা ইডেনে মেয়ে পড়তে দিতে ভ্য় পাই? ৫। কোন এম পি রা কলেজ ছত্রী দের জোর করে দেহ দান করায়? এ রকম হাজার আভিযোগ, সামাজিক, রাজনৈটিক, হয়রানিমুলক, আইনের অপব্যব হার, দেশের সার্থ অনের কাছে বিকানো, ইন্টারনেট ও রোর্ড, বন্দর ভাড়া, টেন্ডারবাজী, কারা বেশি করেছে। কারা মিথ্যা কথা বলে জন গনকে ধোকা দিয়েছে? আমরা বেশ তো ১০ টাকা কেজি চাল খাচ্ছি, সমপদের হিসেব দিবে বলে কথা উল্টে নিলো কোন দলের এম পি রা। উত্তরে অফসন আছে, ০ জামাত? ০ জাটিও পার্ট ০ ইসলামী জোট ০ বিএন পি ০ আ'লীগ সব পাঠকের উততর চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.