আমাদের কথা খুঁজে নিন

   

ইনক্রিপশনের মাধ্যমে ফোল্ডারে নিরাপত্তা দিন

monna091@yahoo.com

ফোল্ডার পাসওয়ার্ড দেবার জন্য আমরা কতই না সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এক এক সফটওয়্যারের এক এক সীমাবদ্ধতা আছে। কিন্তু ওয়ান সেকেন্ড ফোল্ডার ইনক্রিপশন সফটওয়্যার দ্বারা সহজেই যেকোন ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়। ফলে উক্ত ফোল্ডারটি মুছে ফেলা, কপি করা, মুভ করা বা খোলা যাবে না। এই সফটওয়্যারটি উইন্ডোজ ’৯৮ এ সমর্থন না করলেও ৯৮ পরবর্তী সকল সংস্করণে সমর্থন করে।

মাত্র ৩৬১ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি Click This Link থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি ইনষ্টল করার পরে পাসওয়ার্ড সেট করুন। এখন ফোল্ডার লক করতে সফটওয়্যারটি চালু করুন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার Encrypt অপশন নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডার ইনক্রিপ্ট করতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করুন তাহলে উক্ত ফোল্ডারটি ইনক্রিপ্ট হবে। এবার দেখুন ফোল্ডারটি কতটা নিরাপদ হয়েছে।

একইভাবে আপনি Decrypt নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি ডিক্রিপ্ট করতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করলে ফোল্ডারটি ডিক্রিপ্ট হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।