আমাদের কথা খুঁজে নিন

   

PASKAL মালয়েশিয়ান স্পেশাল বাহিনী

যাহা চাই তাহা পাই না>> যাহা পাই তাহা ভুল করে পাই PASKAL মালয়েশিয়ান নেভির একটি স্পেশাল অপারেশন ফো্রস। মালয়শিয়ার বিস্তীর্ণ সামদ্রিক অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার হুমকি মোকাবেলা এবং সন্ত্রাসবিরোধি কার্যক্রম এ জরদার ভূমিকা রাখার লক্ষেই PASKAL বা Pasukan Khas Laut (English: Naval Special Warfare Forces) গড়ে তোলা হয়। জলদস্যুতা দমন, সমুদ্রে নিজ দেশের তেল খনি বা জাহাজ ছিনতাই রোধ এবং বিপদাপন্ন জাহাজ কে শত্রু মুক্ত করা ইত্যাদি কাজে ক্রমেই দেশে ও বিদেশে পরিচিতি পাচ্ছে PASKAL. সঙ্কটকালীন সময়ে আন্ডার ওয়াটার ডেমলিশন, মাইন অপসারন, শত্রুর স্থাপনায় স্যবোটাজ ইত্যাদি কাজেও তাদের দক্ষ করে তোলা হয়। এদের ট্রেনিং অনেক্তা মার্কিন নেভি সিল দের আদলে করান হয়। ২৪ মিনিতে ৭.৫ কিমি দৌড়, ২৪ মিনিটে ১.৫ কিমি সাতার, প্যারাসুট জাম্প, জাঙ্গল সারভাইব ইত্যাদি নানা কমান্ডো কোর্স।

PASKAL সদস্যদের প্রশিক্ষণের জন্য আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ নানা বন্ধুপ্রতিম দেশে পাঠানো হয়। এরা সর্বাধুনিক সব অস্রপাতি ও সরঞ্জাম ব্যাবহার করে। এদের সাম্প্রতিক কিছু কাজের নমুনা দেই *২০০৮ সালে চীনের একটি জাহাজ জলদস্যুদের হামালার কবলে পরলে PASKAL তাদের প্রতিহত করে। *২০০৯ সালে ভারতিয় জাহাজকেও ঐ একই ভাবে উদ্ধার করে। *২০১১ তে মালশিয়ার কেমিক্যাল ট্যাংকার জলদস্যুদের দারা ছিনতাই হয়, কিন্তু তারা জাজাজ কে সোমালি উপুকুলে নিয়ে যাবার আগেই PASKAL রা তড়িৎ আক্রমন করে তাদের আতক করে জাহাজ কে মুক্ত করে * ২০১৩ তে থাই সন্ত্রাসী দের সাথে ঝামেলার সময় সেনা বাহিনিকে সাহাজ্জ করে সন্ত্রাসি দমনে আমাদের দেশেও এই আদলে গড়ে তোলা হচ্ছে নেভি স্পেশাল ফরস SWADS, আশা করি এই বাহিনিও এই রকমই আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো সার্ভিস দিবে।

যদিয় আমাদের দেশের আম্লাতান্রিক জটিলতায় সামরিক বাহিনী তাদের পেশাদারিত্ব দেখাতে নানা ক্ষেত্রে ব্যর্থ হয়। তাও আশা করি একদিন সুদিন আসবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।