আমাদের কথা খুঁজে নিন

   

ঢামেকের মইনুল হোসেন! কসাই না ডাক্তার?।

good boy

কথায় বলে অল্প বিদ্যা ভয়ংকরী। একথাটি প্রযোজ্য ঢামেকের মিক্ষানবীম ডাক্তার মইনুলের ক্ষেত্রে। একজন শিক্ষানবীশ ঢাকা মেডিকের কলেজের ডাক্তর হওয়াই তার যেন অহংকারের শেষ নেই। রোগী এবং রোগীর আÍীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করাটাই তার নিত্য নৈমত্যিক কাজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি তার বাবার বয়সী রোগীদের তুমি করে বলা এবং কোন কিছু জিঞ্জাসা করলে খারাপ ব্যবহারটাই তার কাছ থেকে যেন সাধারণ রোগীদের প্রাপ্য।

ঢাকা মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে বর্তমানে তিনি শিক্ষানবীশ ডাক্তার হিসেবে নিযুক্ত আছেন। তার মুখে কোন সময়ই হাসি-খুশি ভাবটা দেখা যায় না। উনি হয়তোবা নিজেকে এখনই অনেক বড় ডাক্তার ভাবতে মুরু করেছেন। যদিও এখনো সেরকম পর্যায়ে যায়নি, আবার ভবিস্যতে যে বড় ডাক্তার হবেন তারও কোন নিশ্চয়তা নাই। এক রোগী জানালেন, কিছুদিন আগে তিনি পিত্তথলিতে পাথর অপারেশন করাতে ভর্তি হন।

অপারেশন রুমে যাবার আগে গায়ে গ্রাউন না পরায় তার সাথে মইনুল শুধু খারাপ আচরণই করেনি এমনকি বাপ বয়সী এই রোগীটিকে অপারেশন রুমে ঢুকার আগে গ্রাউন না পরার জন্য ধাক্কা পর্যš দিয়েছেন। অপারেশনের পর প্রতিদিন রোগীদের দেখতে রাউন্ড দিওয়ার সময় রোগীর কোন সমস্যার কথা বললে উনি ক্সেপে যেতেন। ক্যাথেটার খুলে দেবার সময় এমন করে টান মেরেছেন যে রোগীটির জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। শুধু সেই রোগীটির সাথেই নয়, ওয়ার্ডের প্রায় সকল রোগীর সাথেই ডা: মইনুল এমন আচরণ করেন বলে জানান ৮ নং ওর্য়াডের সাধারণ রোগী এবং তাদের আÍীয় স্বজনেরা। এই যদি হয় ডাক্তারদের অবস্থা তবে আমরা যারা সাধারণ মানুষ তারা ডাক্তারদের বিভাবে শ্রদ্ধার চোখে দেখব।

শিক্ষানবীশ থাকা অবস্থায় মইনুলের এই ব্যবহার তবে সে যকন বড় ডাক্তার হবে তখন তার ব্যবহার কেমন হতে পারে তা এখনই বোঝা যাচ্ছে। তাছাড়া ডাক্তারের ধর্ম হলো নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করা সেই সেবাটা কতখানি পালন করছেন ডা: মইনুর তা সকলেরই অনুমেয়। লেখা শেষ করার আগে এক রোগীর একটা উদ্ধৃতি দিয়ে শেষ করবো। ডা: মইনুলের ব্যবহারে মুগ্ধ(!) হয়ে উনি মইনুলকে পাগলা ডাক্তার বলে অভিহিত করেছেন। তার মতে পাগল মইনুল তাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন তাতে তাদের কোন যাই আসে না।

অবশ্য সরকারী ডাক্তারদের একটা বিশেষ সুবিধা হলো তাদের তো চাকুরি যাবার ভয় থাকে না। তাছাড়া সাধারণ রোগীদের সাথে মইনুলের মতো হাতুড়ে ডাক্তার খারাপ আচরণ করলেও তাদের বিরুদ্ধে অভিযোগ দেবার কোন ব্যবস্থা না থাকাই দিন দিন এসব পাগলা ডাক্তার পাগলা কুকুরের মতোই আরো ক্ষিপ্র হয়ে উঠছে। এসব পাগলা ডাক্তারদের বিরুদ্ধে এখনই সরকারের যথাযথ পদক্ষেপ নেয়া উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.