আমাদের কথা খুঁজে নিন

   

নিজ কেন্দ্রেও হেরেছেন মহিউদ্দিন



নিজের কেন্দ্রে এম মনজুর আলমের কাছে পরাজিত হয়েছেন নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত বৃহস্পতিবার নগরীর শুলকবহর এলাকার আহম্মদ মিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মহিউদ্দিন চৌধুরী। ভোট দেওয়ার পর নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, নগরবাসী আগের নির্বাচনের চেয়েও অনেক বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে চট্টগ্রামকে একটি উন্নত নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ দেবে। খবর বিডিনিউজের। ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, এ কেন্দ্রে মহিউদ্দিন পেয়েছেন ৫৭১ ভোট, আর মনজুর পেয়েছেন ৬৬৬ ভোট।

তিনি ৯৫ ভোটে মনজুর আলমের কাছে পরাজিত হয়েছেন। কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৩৫৯ জন। এদিকে নিজের কেন্দ্রে জয়লাভ করেছেন মনজুর আলম। বৃহস্পতিবার সকালে নগরীর উত্তর কাট্টলীতে নিজ এলাকায় হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মনজুর। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মনজুর বলেন, “আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ভোটের ফলাফল মেনে নেব। ” তিনি এ কেন্দ্রে এক হাজার ১৭৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এখানে মোট ভোটার তিন হাজার ৯৩ জন। এর মধ্যে মনজুর ১ হাজার ৬২৮ ভোট এবং মহিউদ্দিন ৪৪৯ ভোট পেয়েছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।