আমাদের কথা খুঁজে নিন

   

সিসিসির ফলাফল রাজনীতিতে প্রভাব ফেলবে না: টুকু



রংপুর, জুন ১৮ চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয় দলের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, "জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। এই পরাজয় রাজনীতিতে কোন প্রভাব ফেলবে না বলেই মনে করি। " শুক্রবার দুপুরে রংপুর টাউন হলে এক আলোচনাসভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চট্টগ্রামে সুন্দর শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে উল্লেখ করে টুকু বলেন, "জনগন সব ক্ষমতার উৎস।

কে জয়লাভ করলো তা দেখার বিষয় নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পায়। " তবে ছাত্রলীগ-যুবলীগের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কি না- এমন প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে চলে যান তিনি। সকালে রংপুর টাউন হলে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে 'দেশের শান্তি শৃংখলা রক্ষার্থে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ইমামদের ভূমিকা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আলোচনা সভায় তিনি বলেন, ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান আর পাকিস্তান বানানোর চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধীরা জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক বিএম এনামুল হক।

বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্য ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী, পুলিশ সুপার সালেহ মো. তানভীর, ইসলামিক ফাউন্ডেশনের সচিব রেজাউল করিম প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।