আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!
অনেকদিন থেকেই ব্লগিং করছি এই ব্লগে। ৫ অক্টোবর দুপুর ২:০২ এ প্রথম পোস্ট করি এই ব্লগে। এরপর মাসে ৫/৬ টি করে পোস্ট দিয়েছি। কিন্তু টি-টুয়েন্টির যুগে বোধহয় টেস্ট খেলে ফেললাম। অনেকদিন হয়ে গেল তবু ফিপটি হয়না।
আমি কিন্তু বাংলাদেশের ক্রিকেটারের মত ধর্য্য হারাইনি, ধিরে ধিরে পোস্ট করে গেছি। আর আজ করছি ৫০ তম পোস্ট। মানে হাপ সেঞ্চুরী। ইয়া হু। সহব্লগার দের অনুরোধ জানাবো আমার লিখা পড়ে আলোচনা/ সমালোচনা করার।
ইতিপূর্বে প্রচুর সমালোচিত হয়েছি বানান ভুল করার জন্য। কিন্তু আমি যা লিখি সব কেমন যেন ভূল (ভুল ) হয়ে যায়। কিভাবে হয় আমি বুঝি না। শেষ-মেষ আমি ব্লগে লিখে ফেলেছি "উন্মাদীয় বানানে স্বাগতম!"
তো আমার লিখা বিশ্লেষণ করার জন্য লিঙ্ক দিছি। কেউ নতুন করে পড়লে ভাল লাগবে।
গ্রুপ ১। সাই-ফাই (সায়েন্স ফিকসান)
১. স্বপ্নের শুরু
২. টাইম ট্রাভেল
৩. প্রজেক্ট এলিয়ান
৪. আর কমপ্লেক্স
৫. রোবোটের ভাইরাস
৬. ট্রফোজার ও মানুষের গল্প
৭. এন্ট রেভুলেসন
গ্রুপ ২। সাবেক্টিভ
১. বায়োটেকনোলোজি ও ভবিষ্যৎ পৃথিবী
২. বায়োটেকনোলোজি ও ভবিষ্যৎ অর্থনীতি
৩. নোবেল প্রাইজ এবং বায়োটেকনোলোজি
৪. জীব ও জীবনের রহস্য (জীবনের সূত্রপাত)
৫. জীব ও জীবনের রহস্য (জীবনের বৈশিষ্ট্য)
৬. জীব ও জীবনের রহস্য (মৃত্যুর কালো হাত)
৭. জীব ও জীবনের রহস্য (অমরত্বের হাতছানি)
গ্রুপ ৩। হলেটিক লাইফ
" style="border:0;" /> ভরশা শীত
২. র্যাগ !!!
৩. দিপু নাম্বার ওয়ান; পচাঁনিমুলক পোস্ট
৪. আমরা হেসেছিলাম, আপনারাও হাসেন
গ্রুপ ৪। গপ্পো (গল্প)
১. ভূতের কবলে (১৮ - গল্প)
২. অপেক্ষা
গ্রুপ ৫।
কবতে (কবিতা)
১. অঙ্গিকার নামা
২. মিছে প্রত্যাসা
৩. আত্ম প্রবঞ্চনা
৪. প্রতিক্ষা
৫. প্রত্যাবর্তন শেষে (সনেট)
৬. ফিরে এস
৭. এস ফিরে (সনেট)
৮. তোমার মত মৃত্যু
৯. মা
১০. আমার কিছু কবিতা
১১. দ্বি-খন্ডন
১২ অবরুদ্ধ
১৩. সঞ্জীব দা
১৪. যন্ত্রনার সুখ
১৫. বর্ষা প্রত্যাসা
১৬. দিনটির নাম একুশে ফেব্রুয়ারী
১৭. ব্যর্থতা
১৮. অস্তিত্বের খোঁজে
১৯. স্বাধীনতা তুমি
২০. বৈশাখ
২১. এখনও কি
গ্রুপ ৬। হেল্পান ও অন্যান্য
১. পরিবর্তন
২. মানবিকতার প্রথম সোপান
৩. আজ আমার জন্মদিন! :``>>
৪. সাহায্য করবেন, প্লিজ.....
৫. শীতবস্ত্র বিতরণ ! এবং কিছু ঘটনা . . .
৬. B:-) পরীক্ষা! B:-)
৭. আমার ফটোগ্রাফার হয়ে উঠা
অনেকগুলো লিঙ্ক একসাথে দেওয়ায় কোনটি ভুল হতে পারে, যেটা সর্বদা আমার সাথে হয়। তাই কোন লিঙ্ক কাজ না করলে বলবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।