ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
জ্যোৎস্নার প্রবল স্রোতে গা ভাসিয়ে চলে যাচ্ছি অজানা পথে। উপরে আকাশ নিচে মাটি দুজনই আমার সঙ্গী হয়ে সাথে সাথে চলছে। মনের ভিতর নানা রঙের জল্পনা-কল্পনারা টোনা-টুনির গল্পে মশগুল। সমস্ত পৃথিবী নিশ্চিন্ত মনে ঘুমিয়ে রয়েছে অযাচিত মায়ার কাঁধে ভর দিয়ে। স্মৃতির গুন গুন গান শুনতে পাচ্ছি মাথার ঠিক বাঁ পাশটায়।
অনেক ক্ষণ ধরেই শুনছি। প্রথমে বুঝতে পারিনি, পরে যখন মাথা ব্যথাটা একটু বাড়ল ঠিক তখনই শুনতে পেলাম সুমধুর বীণার তান। সুরটা ঠিক ধরতে পারলাম না। তবে অনেকটা রবীন্দ্র সঙ্গীতের মতনই লাগলো। কিছুক্ষণ মনোযোগ সহকারে শুনলাম কথাগুলো।
প্রথমে বির বির শব্দের মতন শোনালেও পরে স্পশ্ট শুনতে পেলাম। কথার অর্থ খুঁজতে পিছু নিলাম হঠাৎ। গেলামও অনেকদূর। কিন্তু একি, এ কোথায় এসেছি আমি ? এত চেনা চেনা লাগছে কেন সব ? আমি এর আগেও এখানে এসেছি ? আনমনে জিজ্ঞেস করতে লাগলাম নিজেকে। কোন উত্তর মিলল না।
কিছুক্ষণ থেমে থেকে আবারও পিছু নিলাম।
হ্যাঁ, অবশেষে উত্তর মিলল। চেনা পথ আর চেনা সুরের পিছু পিছু আমি চলে এলাম সাড়ে চার বছর পূর্বের একটি দিনে। যেদিন, নবনিতা আমায় ছেড়ে চলে গিয়েছিল একেবারে। চোখের সামনে ভেসে উঠলো সেই চিরচেনা মুখ, আর গাল বেয়ে বেয়ে ঝরতে লাগলো একরাশ আগুন মাখা নোনতা জলের ফোঁটা ফোঁটা মেঘ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।