আমাদের কথা খুঁজে নিন

   

পিরিতে মজিল মন, কিবা হাড়ি কিবা ডোম !

আরশীতেমুখ

এনএনবি (পীরগঞ্জ,রংপুর) : এটি রংপুরের পীরগঞ্জ উপজেলার কিশোরগাড়ি গ্রামের এক রমনীর কান্ড। তার নাম নামজা খাতুন। শেষ পর্যন্ত নাজমা খাতুনের বিয়ের খায়েশ আর পুরন হলো না। নিজের স্বামী রেখে গ্রামের এক হিন্দু ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলের স্বধীনচেতা নাজমা। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অব¯’ান নিয়েও ব্যর্থ হয়ে গেল সব আয়োজন।

পীরগঞ্জ থানার বে -রশিক পুলিশ বিয়ের নামে কৌশলে নাজমাকে থানায় ডেকে নিয়ে এসে বিপুল পরিমান অর্থ বানিজ্যের পর নাজমাকে জোর পুর্বক তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। বুধবার রাতে (১৬-০৬-১০)এ ঘটনা ঘটেছে। জানা গেছে বিগত ২০০৩ ইং সালে কিশোরগাড়ী গ্রামের আব্দুল ওয়াহেদ ড্রাইভারে মেয়ে নাজমা বেগমের বিয়ে হয় ওসমানপুর গ্রামের শহিদুলের সাথে। শহিদুলের সাথে মাত্র ১১ মাস ঘর সংসার করে দাম্পত্য কলহের কারণে বাবার বাড়ি চলে যায়। স্বামী শহিদুলের প্রেম, ভালবাসা মায়, মহব্বত ভাল লাগতনা তারা তাই শেষ পর্যন্ত ২০০৫ ইং সালে স্বামীর বির“দ্ধে যৌতুকের মামলা করে নাজমা বেগম।

এর ফাঁকে নাজমা বন্ধু সত্যর সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলে। স্বামীর সাথে তার বি”িছন্ন জীবন যাপনের মধ্যে দিয়ে বিগত ২০০৬ ইং সালে নাজমা ১ সন্তানের মা হন। নাজমার এই সন্তান নিয়ে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব আরও চরমে উঠে। শহিদুল ইসলাম দাবি করেছেন- নাজমার সন্তান তার নয়। এদিকে নাজমা উল্টো দাবি করে বলেছেন নিজেকে নির্দেষ প্রমানের জন্য শহিদুল এসব প্রলাপ বকছে।

এলাকাবাসী জানান, নাজমা দুশ্চরিত্রা প্রকৃতির। শহিদুলের সাথে বিয়ে হবার পরেও সে সত্যের সাথে স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করতো। সম্প্রতী বিয়ের দাবিতে সে সত্যের বাড়িতে অব¯’ান নিয়েও ব্যর্থ হবার পর এখন নতুন করে ফন্দি আটছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। মোস্তাফিজার রহমান র“সেল সংগ্রহে আতিকুর রহমান ফয়সাল পীরগঞ্জ,রংপুর এনএনবি নিউজ নেটওয়ার্ক অব বাংলাদেশ ১৭/০৬/১০ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।