ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
সুমধুর সুরের গুঞ্জনও ধ্বনিতে চোখে ছলছল জল,
প্রেমের পালেতে রঙিন তালেতে সুখচ্ছবি টলমল।
হৃদয় দুয়ারে দেখি যে তাহারে হাসি হাসি সেই মুখ,
শান্তিরও ঢেউ দেখিছে কি কেউ দেখিয়াছে আমারও বুক।
দূরের আকাশ কাছেরও বাতাস সবারই মুখে কলরব,
স্বর্গ এলো শান্তি পেলো আত্মা মন সুখে ভরিল সব।
অনাবিল সুখে হৃদয় আর বুকে বাজিল প্রেমেরও গান,
আমারই পৃথিবী হলো যে আমারই শেষ্ঠ শান্তির বান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।