ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর মুক্তাপুর গ্রামের শশী মোহন সরকারের পুত্র সতেন্দ্র চন্দ্র সরকার তিনি নিজ পুত্রের অত্যাচার সইতে না পেরে ওরসজাত সন্তান প্রদীপ চন্দ্র সরকারকে ত্যাজ্যপুত্র ঘোষণা দিয়েছেন। জানা যায়, ৭২বছর বয়সী সতেন্দ্র চন্দ্র সরকারের উপর তার ছেলে প্রদীপ চন্দ্র সরকার প্রতিদিন নানা অজুহাতে অশ্লীল ভাষায় গালিগালাজ ও নির্যাতন করায় ময়মনসিংহ নোটারী পাবলিক সম্মুখে মঙ্গলবার (১৮মে) স্বশরীরে উপস্থিত হয়ে ত্যাজ্যপুত্র করেন। সতেন্দ্র চন্দ্র সরকার জানান, আমার ওরষজাত পত্র শ্রী প্রদীপ চন্দ্র সরকার (৩৮) দীর্ঘদিন যাবৎ নানভাবে আমাকে অত্যাচার উৎপীড়ন করিয়া আসিতেছে। সে নিয়মিত ঝগড়া বিবাদ গালাগালি ও আমাকে মারধর করে। সে যেকোন সময় আমাকে খুন জখম করিতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।
তাহার অত্যাচারে জর্জরিত হইয়া নিরূপায় ও বাধ্য হইয়া আমি তাহাকে ত্যাজ্যপত্র হিসাবে ঘোষণা করেছি। আমার মৃত্যুর পর সে আমার পরিত্যক্ত সম্পত্তির অংশ হইতে সম্পূর্ণ বঞ্চিত হবে। আমার স্থাবর-অস্থাবর জমি-জমা বাড়ী ঘর ধন-সম্পত্তি আসবাবপত্র ও টাকা পয়সা আমার অপরাপর জীবিত উত্তরাধিকারীগন মালিকানা লাভ ও ভোগ দখল করিবে। কিন্তু প্রদীপ চন্দ্র সরকার আমার ত্যাজ্য পুত্র হিসাবে সে কোনরূপ অংশীদার হইবে না।
পুত্রের অত্যাচার ও নির্যাতনের কারণে এফিডেভিটের মাধ্যমে পিতা কর্তৃক ত্যাজ্যপুত্র ঘোষণা করায় বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মৃত্যুপথযাত্রী বাবার উপর পুত্রের নির্যাতনের করুণ দৃর্শ্য বর্ণনা করতে গিয়ে বার বারই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।