ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সাবেক এমপি, বিশিষ্ট ব্যবসায়ী, ইউএনও অফিস, বাসা-বাড়ি, গৌরীপুর-শ্যামগঞ্জ-রামগোপালপুর সড়কে ডাকাতি, পেট্টোল পাম্পে ডাকাতিসহ ৩৭টি চুরি-ছিনতাই-ডাকাতিতে প্রায় ২কোটি টাকার মালামাল লুট হয়েছে। অধিকাংশ ঘটনা পৌর শহর ও থানার সন্নিকটে ঘটলেও পুলিশ এক টাকার মালও উদ্ধার করতে পারেনি।
সাবেক এমপি মরহুম নজরুল ইসলাম সরকারের স্ত্রী সাবেক এমপি রওশনারা বেগম এমপির বাসা থেকে শনিবার (৯/৫/১০) দুপুরে ঘরের দরজা ভেঙ্গে নগদ ৩লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়। সোমবার (১/২/১০) দুপুরে ব্যবসায়ী বাবুল মিয়া সোনালী ব্যাংক থেকে দেড়লক্ষ টাকা তোলে সাইকেলযোগে রামগোপালপুর যাওয়ার পথে গৌরীপুর-রামগোপালপুর সড়কের বাহাদুরপুর এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে তার মুখে রুমাল চেপে অজ্ঞান করে দেড়লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। থানার মাত্র ২০গজ দূরে অবস্থিত মিহির বিশ্বাসের বাসা থেকে ৮ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৬লক্ষ ৫০হাজার টাকার মাল দিন-দুপুরে চুরি করে নিয়ে যায়।
পাটবাজার হেলিমের ধানের আড়ৎ থেকে ঘরের টিন কেটে প্রায় ৬লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে ১৭ডিসেম্বর, গৌরীপুর-রামগোপালপুর সড়কে ১৬ডিসেম্বর, ১০জানুয়ারী ভবানীপুর রেলক্রসিং রাস্তায় পৃথক ৪টি ডাকাতিতে প্রায় ১৫লক্ষ টাকার মালামাল লুঠ করে করে নিয়ে যায়।
শনিবার (৭ফেব্রুয়ারী) রাতে পৌর এলাকার মধ্যবাজারে শরিফ হার্ডওয়ার দোকান, ঢাকা এলুমিনিয়াম এন্ড হার্ডওয়্যার, দুলাল ষ্টোর, দিন ইসলামের স্বর্ণালংকারের দোকান সহ ৭টি দোকান থেকে প্রায় ১২লক্ষ টাকার মালামাল লুট হয়। ২২ফেব্রুয়ারী গৌরীপুর থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। ১৮মার্চ গোবিন্দবাড়ী থেকে একটি মোটর সাইকেল চুরি হয়।
৩১জানুয়ারী কলতাপাড়া পেট্টোল পাম্প থেকে প্রায় ৫লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। বুধবার (১৭মার্চ) গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কের ডাকাতিতে প্রায় ১০লক্ষ টাকার মালামাল লুট হয়। বুধবার (২৪মার্চ) উপজেলা পরিষদ থেকে স্ল্যাব, পাইপ সহ১৫হাজার টাকার মাল চুরি হয়। মঙ্গলবার (৭জুলাই/০৯) দিনের বেলা বিপ্লব পালের দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। শনিবার (৩অক্টোবর/০৯) শালীহর গ্রামের মুন্সিরচকে অর্ধলক্ষ টাকার মাল চুরি হয়।
গৌরীপুর পৌর শহরের পাটবাজার বেসরকারী চাকুরজীবি আবুল কাশেমের বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৪লক্ষ টাকার মালামাল লুট হয়। গৌরীপুর সরকারী কলেজের প্রভাষক নুর মোহাম্মদ হারেচীর শান্তিবাগ ভাড়াটিয়া বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৩লক্ষ টাকার মাল লুট করে নিয়ে যায়। ষ্টেডিয়াম সংলগ্ন ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদের বাসা থেকে ৮ভরি স্বর্ণাংলকার সহ প্রায় ৪লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
উপজেলা সদরে ৩৭টি চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনায় প্রায় ২কোটি টাকার মালামাল লুঠপাট, বালুয়াপাড়া মোড়ে মোবাইল ছিনতাই সিন্ডিকেট, রাস্তায় ডাকাতি, বিদ্যুতের তার চুরির হিড়িক শুরু হলেও পুলিশ এসব ঘটনায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পৌর শহর ও পাশ্ববর্তী এলাকায় এসব ঘটনা ঘটেই চলছে।
লুণ্ঠনকৃত মালামাল ও চুরি-ডাকাতির ঘটনায় আজ পর্যন্ত একজনকেউ সুষ্পষ্টভাবে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। এব্যাপারে গৌরীপুর থানার ও.সি জানান, অপরাধীদের সঙ্গে সঙ্গে পুলিশকে আধুনিকভাবে গড়ে তোলতে হবে। ক্ষতিগ্রস্থ লোকজন থানায় গেলে মামলা দিলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। দায়সারাতে ইতিপুর্বে চুরি ছেড়ে যারা ভাল হয়ে গেছে তাদেরকে গ্রেফতার দেখানোর অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্থ নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, থানায় মামলা নিয়ে যাওয়ার মাঝেই একটি ঝামেলা।
তবে পুলিশ এসব ঘটনায় প্রতিটি স্পষ্টই পরিদর্শন করেছেন। #####
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।