কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ
.
রাত্রি মানেই আঁধারের গল্প
তোমার শরীরে তাপমাত্রার ওঠা নামা
থার্মোসেনসরের ব্যর্থতার কান্না
বৃষ্টিপাত বহুদিন হয়নি এ শহরে
ঊষার আলো চোখে মাতাল
স্বাদ জাগায় না আর
তবু অপেক্ষা আমার-
কোন এক রাতে
আবার অসভ্য হবো তোমার সাথে
আমি বর্ণান্ধ তোমার শরীরে
পোশাকের রঙ দেখি নাই কোন দিন ।
আবার কোন এক রাত
পবিত্রতা নিয়ে যখন হাজির হয়
তোমাকেও দেখি দেবীর পবিত্রতায়।
আমি পাতকী’র মত
তখনও তোমায় বর্ণহীনতা নিয়ে দেখি ।
ক্ষমা করি না কখনও তোমায়
এমনকি নিজেকেও-
তোমার নোনা তৃষ্ণা সুমুদ্রকে চিরকালই
কলসে ভরেছে দরিদ্রতার গল্পে-
প্রতিদিনই বেড়ে যায় মূদ্রাস্ফিতি
তোমার দৈহিক অর্থনীতিতে –
আর আমি পাতকী থেকে একটু একটু করে
নিজেকে গড়ে তুলি পিশাচের ভূমিকা নিয়ে।
১৫/০২/১০
[ছবি:ইন্টারনেট]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।