আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা (৯৮৬-৯৯০)



১. তুমি আমার রাতের শরীর চুয়ে চুয়ে ঝরে পড়ে অন্ধকার, তবুও চিনতে হয়না ভুল সখি তুমি আমার। ২. নিষ্ঠুর তোরে দেখে চিনেছি নিষ্ঠুরতা; জেল-জুলুম ফাঁসি অবশেষে নিরবতা। ৩. আর না...... আর যেন দেখা না হয়, যে দেখায় হৃদয়ের ক্ষয়!! ৪. খাটি তুমি চেয়েছো আকাশ আমি দিলাম বাংলার মাটি, হলফ করে বলতে পারি মোর প্রেম খাটি। ৫. দুরত্ব দুজনার মাঝে দুরত্ব অসীম, কখনো রোদ্দুর কখনো বর্ষন রিমঝিম। ১৫/০৬/২০১০ প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর মাঝরাত ১ টা ৫০মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।