কারও চোখে স্প্যানিশ লা লিগাই বিশ্বসেরা। বিশ্বসেরা ফুটবলারদের পদভারেই তো প্রকম্পিত এই লিগ। কিন্তু কারও কারও চোখে সেই আগুনে উত্তাপটা এই লিগে কোথায়? দুই ঘোড়ার দৌড় দেখতে কারই-বা ভালো লাগে? কিন্তু তাই বলে ‘একঘেয়ে’! এমন বিশেষণ স্প্যানিশ লিগ অনুরাগীদের দুঃখ দেবে সন্দেহ নেই।
সম্প্রতি আলোচনাটি উসকে দিয়েছেন ডিয়েগো সিমিওনি। অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ কদিন আগে যা বলেছেন, তার সারমর্ম হলো, স্প্যানিশ লিগ একঘেয়ে।
এই লিগে কোনো বৈচিত্র্য নেই। শিরোপা ঘুরছে দুই হাতেই—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার।
সিমিওনি স্প্যানিশ লিগকে ‘একঘেয়ে’ বলছেন কেবল একটি কারণে—শিরোপাজয়ীর তালিকায় বৈচিত্র্য না থাকা। স্প্যানিশ লিগের গত ২৩ বছরের রোল অব অনার সিমিওনির বক্তব্যকেই সমর্থন জানাচ্ছে। ১৯৯০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৩টি লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বাইরে শিরোপা জিতেছে মাত্র তিনটি দল।
১৯৯৫ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ, ১৯৯৯ সালে দেপোর্তিভো এবং ২০০১ ও ২০০৪ সালে ভ্যালেন্সিয়া।
বার্সেলোনা আর রিয়াল ঘুরেফিরে শিরোপা জেতে বলেই স্প্যানিশ লিগ বৈচিত্র্য হারাচ্ছে, একপেশে হয়ে যাচ্ছে! সিমিওনি কিন্তু মন্তব্যটা এমনি এমনি করেননি। দীর্ঘদিন ধরেই স্প্যানিশ লিগে টেলিভিশন স্বত্বের টাকা নিয়ে চলছে বিরাট বৈষম্য। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ টিআরপির বিরাট অংশ দখল করে রাখায় স্বত্বের টাকার সিংহভাগ তাদের কাছে চলে যাচ্ছে। সেই টাকায় স্ফীত হচ্ছে এই দুই ধনাঢ্য ক্লাবের ব্যাংক ব্যালান্স।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।