পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
গতকাল বিকেলে রাজৌরি কাডাল এলাকায় আধাসামরি বাহিনীর সাথে একদল বিক্ষোভকারীর সংঘর্ষ চলছিল। তখন ঘটনা স্থলের পাশদিয়েই বাড়ি ফিরছিল ১৯ বছরের তুফায়েল আহমেদ। তুফায়েলকে দেখে বিক্ষোভকারী মনে করে পুলিশ তাকে ধরে নিয়ে রাইফেলে বাট দিয়ে মাথায় আঘাত করতে থাকে, একপর্যায় তুফায়েলের মৃত্যু হয়।
পুলিশ তখন বলে, তুফায়েল পাথরের উপর পরে গিয়ে মৃত্য বরণ করেছে।
কিন্তু মেডিকেল রিপোর্টে স্পস্ট বলা হয়, বাঁ চোখের উপরের দিকে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়েছে তুফায়েলকে।
তখন পুলিশ সুর পাল্টে বলতে থাকে, একদল দুস্কৃতী তুফায়েলকে খুন করেছে।
তুফায়েলকে ইচ্ছাকৃত ভাবেই হত্যা করা হয়েছে, এমনি অভিযোগ ঘটনা স্থলের লোকজনের। এবং পুলিশিই সেটা করেছে।
পুলিশের দু-ধরনের বক্তব্য এবং ঘটনা স্থলের লোকজনদের দাবী, দু মিলে পুলিশের উপর চড়ম ভাবে ক্ষেপে উঠেছে এলাকাবাসি।
এই নিয়ে কাশ্নীরে ২০১০ সালেই ৫ জন নিরাপরাধকে প্রাণ দিতে হয়েছে পুলিশের হাতে।
আর কত প্রাণ দিতে হবে, কাশ্নীরের লোকজনদের, সেটাই এখন জানতে চায় কাশ্নীরের জনগন।
শুধু কাশ্নীরের জনগনই নয়, বরং সারাবিশ্বের সমস্ত বিবেকবান মানুষই জানতে চায় এই প্রশ্নের উত্তর।
বিস্তারিতঃ
http://www.anandabazar.com/13desh7.htm
ভিডিউ রিপোর্টঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।