টিকটিক করে চলে যায় ঘন্টা প্রহর র্যাটল সাপের মত গড়িয়ে
কাছে এগিয়ে আসে অপসৃত মুখ, যেখানে মাধূরীরা খেলা করে
শেষ বিকেলে, অবলীলায় ভাঙ্গে আমার সংকোচের চাবি
টেনে নিয়ে যায় পাথুরে সন্ধ্যায়, আগুনকুন্ডের চাপা উষ্ণতায়।
খুরের সাথে সাইমুম বালি উড়িয়ে চলে যায় এক স্বপ্নের ঘোড়া
অলৌকিক সবুজ কোন মরুদ্যানের আশায়
অথচ এদিকে আমার মরুভূমি আলো হারিয়ে নীল হয়ে যায়
বেদুঈনের খারেজীয় ভালবাসায়।
এমতাবস্থায়ঃ আমি কি করতে পারি? তোমাকে নিপুন সুতায় বাঁধতে পারি,
কিংবা তোমার ওড়না অপহরন করে আবার ফেরত দিতে পারি, মন কুয়াশায়
না কি আমার ভগ্নদশা প্রস্থর কুটিরে আমি বসেই থাকবো, বসেই থাকবো
লু হাওয়াগ্রস্থ ও দিকবিদ্বিক জ্ঞানশূন্য প্রোথিত উটের মত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।