আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনায় কি গণভবনের পিছনে বোরো-চাষ শুরু করছে? নাইলে কারেন্টের এই অবস্হা কেন?

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

বেশিদিন হয় নাই এখনো! গেল মার্চ/এপ্রিলে যা দেখাইছে কারেন্টের জাউরাগুলা- জাতির লোকজন বহুৎদিন মনে রাখব। বোরো চাষের সেচের লিগা এমন কারেন্ট দিছে যে শহরের স্পেশাল ভিআইপিগুলানের এসি চালানির কারেন্ট ছাড়া কারেন্ট বলতে গেলে কেউ পাইত না! তো, এখন কুনায় সেচ দিতাছে? আইজ ১সপ্তাহ হইল, ঢাকায় ২৪ঘন্টায় মনে হয় ১০ঘন্টার বেশি কারেন্ট থাকেনা। প্রচন্ড গরম, মুটামুটি তাপদাহ চলতেছে। এর মইধ্যে আইচে ২০শো কাপ, এইডা তো আরেক মহা দিকদারির কারবার সবসময়। শহরের অপেক্ষাকৃত ঘনবসতিপূর্ন এলাকাগুলো এবং পুরান ঢাকাতে খেলার সময় বেশিরভাগ সময়ই কারেন্ট থাকেনা, এটা জাতির পুরান ঐতিহ্য হাসিনা কি সত্য সত্যই গণভবনের পিছনে বোরো চাষ শুরু করলনি? নাইলে এখন কুনখানে সেচ দেয়ার লিগা কারেন্টের এই ভয়াবহ অবস্হা বানাইল? চলেন, আমরা সবাই বাসার সামনে ৪/৫ফুট জায়গায় বোরো/ইরি এইডি চাষ শুরু করি, তাইলে হয়ত সেচের দোহাই দিয়া দিনে অন্তত ১৫ ঘন্টা কারেন্ট পাওয়া যাইব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।