যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
সারি সারি নিয়ন বাতি,
আর বিশাল বিলবোর্ডে টেলিকমের বিজ্ঞাপন,
ক্ষুধার্ত শিশু আর প্রিজন ভ্যানে বন্দী গিনিপিগ,
রঙ্গীন ঠোটে নিশি রমণী আর কীটদের উন্মাদনায়
অদ্ভুত লাগে,এই সন্ধ্যায়
হাবিয়া হয়েছে তোমার প্রিয় শহর ।
মধ্যদুপুরে
যন্ত্র হয়ে যাওয়া রিক্সাওয়ালার ঘামে ভেজা শার্ট,
জেহাদী বেশে ধর্মান্ধ মানব
কিংবা
ইভ টিজিং-এ ব্যস্ত বখাটের পদচারণায়
অদ্ভুত লাগে,
হাবিয়া হয়েছে তোমার প্রিয় শহর ।
ঢেকুর তোলা আজব রাস্তায় বিলাস বাহন
আর
করুণায় পাওয়া হুইল চেয়ারে রাষ্ট্রীয় বীর,
অদ্ভুত লাগে,হাজার খোলসের হাজার বর্ণচোরা ।
এই শহরে আজ আমি
রবি ঠাকুরের সোনার বাংলার মানে খুঁজি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।