কিছু মানুষ আছেন, যারা কথায় কথায়- হিন্দু মুসলিম, গোপালগঞ্জ নোয়াখালী, ভারত পাকিস্তান ইত্যাদি নিয়ে জাবর কাটেন। ভিখারুননেছার ছাত্রী ধর্ষণের আসামীর বাড়ী গোপালগঞ্জ আবার সে হিন্দু। অতএব গোপালগঞ্জ এবং হিন্দু এই দুটি বিষয়ও আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে যায়।
কয়েকদিন আগে নোয়াখালীর মাদ্রাসা শিক্ষক ছাত্রী ধর্ষণের দায়ে অভিযুক্ত হলেও এটা কিন্তু এত মুখরোচক হয় নি। আবার তো তার আগে একই এলাকায় এক পিতাকে পাওয়া গিয়েছিল কন্যার সম্ভ্রমহানির জন্য।
সমকামিতার অভিযোগ তো আছে সাভারের মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এগুলো মুখরোচক হয় নি কারণ এরা মুসলমান, আবার মাদ্রাসার শিক্ষক আবার গোপালগঞ্জের নয়। অথচ- সবার দোষ কিন্তু একই প্রকৃতির।
একটি কথা বলে রাখি- আমার বাড়ী কিন্তু গোপালগঞ্জে নয় এবং কারো প্রতি কোনো অনুরাগ বিরাগ নেই। তবে মানুষের বক্তব্য দেখের তার অন্তরের ছবিটি বোঝা যায়।
কথা না বললে বোবা, বললে তো হৃদয় বের হয়ে আসে। তখন নিজের পরিচয়টাকে তো আড়াল করা যায় না। আগে বলেছিলাম এখনো বলি- মনোজগতটাই দুর্নীতিপারয়ন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।