আমাদের কথা খুঁজে নিন

   

এদেরও চিনে রাখুন, এরাই সবচেয়ে বেশি কামাইতেসে

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
এখনো ফুটবলে অনেক টাকা। স্পন্সর, জাতীয় দলের বেতন এসব মিলিয়ে এবারের বিশ্বকাপে এরাই সবচাইতে বেশি কামাইতাসে। উপর থেকে নিচে আয়ের উর্দ্ধক্রমে সাজানো হয়েছে। দুপুরে একবার পোস্ট করছিলাম।

কিন্তু সামুর বাগে খাইয়া ফালাইছে। ১। ফুটবলারঃ কাকা। দেশঃ ব্রাজিল। আয়ঃ ৫০ মিলিয়ন ইউরো।

২। ফুটবলারঃ স্টিভেন জেরার্ড। দেশঃ ইংল্যাণ্ড। আয়ঃ ৫০ মিলিয়ন ইউরো। ৩।

ফুটবলারঃ ফার্ণাণ্ডো তোরেস। দেশঃ স্পেন। আয়ঃ ৫০ মিলিয়ন ইউরো। ৪। ফুটবলারঃ ফ্র্যাংক রিবেরি।

দেশঃ ফ্রান্স। আয়ঃ ৫০ মিলিয়ন ইউরো। ৫। ফুটবলারঃ ওয়েইন রুনি। দেশঃ ইংল্যান্ড।

আয়ঃ ৫৩ মিলিয়ন ইউরো। ৬। ফুটবলারঃ সেস ফ্যাব্রিগাস। দেশঃ স্পেন। আয়ঃ ৫৫ মিলিয়ন ইউরো।

৭। ফুটবলারঃ জাভি হার্ণান্দেজ। দেশঃ স্পেন। আয়ঃ ৬৫ মিলিয়ন ইউরো। ৮।

ফুটবলারঃ ক্রিস্টিয়ানো রোনালদো । দেশঃ পর্তুগাল। আয়ঃ ৭৫ মিলিয়ন ইউরো। ৯। ফুটবলারঃ লিওনেল মেসি।

দেশঃ আর্জেণ্টিনা। আয়ঃ ৮০ মিলিয়ন ইউরো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।