আমাদের কথা খুঁজে নিন

   

রৌদ্রস্নানের বিশেষ বিকিনি


সূর্যের আলো ভেদ করতে পারে সম্প্রতি এমনই এক ‘কাপড়’ তৈরি করেছে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান। জানা গেছে, এ কাপড়ে তৈরি বিকিনি রৌদ্রস্নানের জন্য ফলদায়ক এমনটাই দাবী করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। এ বিকিনি তৈরি করতে তারা ট্রানসল নামের এক ধরনের ফ্রেবিকের পেটেন্টও করিয়েছে। খবর ডেইলি মেইল অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ট্রানসল নামের এ ফ্রেব্রিকের মধ্য দিয়ে সূর্যরশ্মি সহজেই যাতায়াত করতে পারবে।

এমনকি সরাসরি ত্বকের ওপর ক্ষুদ্র কণার আকারে পড়তেও পারবে। ট্রানসল ফ্রেবিক হলো হীরার মতো লাখো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সমন্বয়। এ ক্ষুদ্রাকার গর্তগুলো দিয়েই সূর্যের আলো সরাসরি ত্বকে পড়তে পারবে । সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুন্দর মসৃণ ত্বক ট্যান করার জন্য বা তামাটে বর্ণ পেতে এ বিকিনি পরেই রৌদ্রস্নান করা যাবে। তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে দিয়ে জানিয়েছে, এ বিকিনি পরে রৌদ্রস্নান করতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

কারণ এটি পরা অবস্থায় সূর্যের আলো সরাসরি ত্বকে পড়ে। View this link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.