সূর্যের আলো ভেদ করতে পারে সম্প্রতি এমনই এক ‘কাপড়’ তৈরি করেছে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান। জানা গেছে, এ কাপড়ে তৈরি বিকিনি রৌদ্রস্নানের জন্য ফলদায়ক এমনটাই দাবী করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। এ বিকিনি তৈরি করতে তারা ট্রানসল নামের এক ধরনের ফ্রেবিকের পেটেন্টও করিয়েছে। খবর ডেইলি মেইল অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ট্রানসল নামের এ ফ্রেব্রিকের মধ্য দিয়ে সূর্যরশ্মি সহজেই যাতায়াত করতে পারবে।
এমনকি সরাসরি ত্বকের ওপর ক্ষুদ্র কণার আকারে পড়তেও পারবে। ট্রানসল ফ্রেবিক হলো হীরার মতো লাখো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সমন্বয়। এ ক্ষুদ্রাকার গর্তগুলো দিয়েই সূর্যের আলো সরাসরি ত্বকে পড়তে পারবে ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুন্দর মসৃণ ত্বক ট্যান করার জন্য বা তামাটে বর্ণ পেতে এ বিকিনি পরেই রৌদ্রস্নান করা যাবে। তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে দিয়ে জানিয়েছে, এ বিকিনি পরে রৌদ্রস্নান করতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
কারণ এটি পরা অবস্থায় সূর্যের আলো সরাসরি ত্বকে পড়ে। View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।