আমাদের কথা খুঁজে নিন

   

এই বার বিশ্বকাপ এ ব্রাজিল এর খেলা ব্রাজিল ছাড়া আর কেউ দেখবেনা



ইদানিং আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সবাই বহুত চিল্লাপাল্লা করছে। আর্জেন্টিনার বিষয়টা না হয় বুঝলাম;কিন্তু ব্রাজিল কে নিয়ে চিল্লানোর কি আছে? কি আছে তাদের?? কোন সুপারস্টার?? আগে এক সময় মানুষ নিজ দলের জয় দেখার জন্য মাঠে যেত। কিন্তু ডিয়েগো ম্যারাডোনা,ইয়োহান ক্রুইফ,জিনেদিন জিদান,লিয়নেল মেসি... এরা খেলার দেখার সংঙ্গাটাই পাল্টে দিয়েছেন। এখন আর মানুষ শুধূ জয় দেখার জন্য জন্য মাঠে যায় না; সবাই চায় তাদের প্রিয় দল এমন কিছু খেলুক যা মানুষ আজীবন মনে রাখবে। এজন্যই সবারই কাছে মেসি এতো প্রিয়।

তার খেলায় শক্তির প্রদর্শন নেই,আছে স্কিল এর প্রদর্শনী। ৯০ এর বিশ্বকাপে ব্রাজিল কে হারানোর পর ম্যারাডোনা বলেছিলেন আমি ৯০ মিনিট খেলিনা,খেলি এক মিনিট। জয়ের জন্য এই এক মিনিটই যথেষ্ট। এবার ও মেসির এমন দুই একটা ঝলকই আর্জেন্টিনার জয়ের জন্য যথেষ্ট। আর এই মেসির খেলা দেখতে এমন কোন দেশ নেই যে,টিভির পর্দায় চোখ রাখবে না।

অন্যদিকে ব্রাজিল কে তাদের নিজ দেশের অনেকেই সমর্থন করছেনা। আসলে ব্রাজিল এ মেসির মতো প্লেয়ার নেই তো;তাই তারা সুন্দর ফুটবল বাদ দিয়ে শক্তি নির্ভর ফুটবল খেলবে। তাই এই বার বিশ্বকাপ এ ব্রাজিল এর খেলা ব্রাজিল ছাড়া আর কেউ দেখবেনা। অবশ্য আমাদের দেশের উন্মাদ সমর্থকদের কথা আলাদা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।