১.
ছলনা
কি নিপুণ ছলনার কারুকাজ; নিঃস্ব হয়ে তবেই বুঝলাম আজ।
২.
মৃৎশিল্পী
তুই দক্ষ মৃৎশিল্পী গড়িস পুতুল; প্রেমের হাটে মোর সবি চোখের ভুল।
৩.
আগুন
আগুনে পুঁড়ে মাটি হয় পাথর, তোর ছলনায় আমি আগুনের দোসর।
৪.
মৌসুমী
মৌসুমী বায়ু-তুই মৌসুমী ফল, সময়ের সাধন মোর হলো বিফল।
৫.
ভবিতব্য
ভর করো হে কবি-লিখি বিরহের মহাকাব্য, সর্বহারার জানা ছিলনা ভবিতব্য।
৬.
মূমুর্ষ
তুমি নাই; অক্সিজেন নাই।
৭.
খেলা
সবার গোচরে ও ঘরে উৎপাদন খেলা, খেলা চলে সারা বেলা।
৮.
আলপনা
খোঁদাই করে অন্তরে আঁকি তোর আলপনা, তুই আমার সাত জনমের কল্পনা।
৯.
শুন্য ঘর
ঘর কি তবে মোর শুন্যই রবে; কবে-সখি কবে আমার হবে?
১০.
নিলাম
নিলামে তুলবো হৃদয়, তবু যদি সদগতি হয়।
০৮/০৬/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
রাত ২ টা ১৫ মিনিট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।