আমাদের কথা খুঁজে নিন

   

তোমার কবিতার শব্দ !

আমি তোমার কবিতা হতে চেয়েছিলাম! শরতের কাশবনের আঁচড়ে পড়া ঢেউয়েরঠিক মাঝখানটায় ঠায় দাঁড়িয়ে ছিলাম তোমার কবিতা হতে চেয়েছিলাম বলে!! ঝুম বৃষ্টিতে ছাতাটা ছুঁড়ে ফেলে ঝিরঝির বৃষ্টির ফোঁটাগুলো নিজের ভেতর ধারণ করে বৃষ্টি পরী হয়ে তোমার মনে ছন্দের জোয়ার এনে দিতে চেয়েছিলাম ! আমি তোমার কবিতা হতে চেয়েছিলাম বলেই ! পাখিদের নীড়ে ফেরা শেষ বিকেলে গৌধুলীর শেষ আভাটুকু মিলিয়ে যাওয়া মূহুর্তটুকু পর্যন্ত মায়াময় রংটুকু ধারণ করে মনে , ছিলাম তোমার কবিতা হওয়ার অপেক্ষায় ! কবিতা হওয়া হয়ে উঠেনি তোমার হয়তো সেই যোগত্যটুকু ছিলনা বলেই কিংবা তোমার মনের আকাশে অন্য কোন তারার মেলা বসেছিলো বলে চাইনা তোমার কবিতা হতে স্নিগ্ধ জোত্‍স্নার মিষ্টি আলোয় তোমার কবিতার প্রিয় কোন শব্দ করে নিও !!

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.