সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
দূরদেশীয়া বন্ধুরে
আমায় ডাকিস না তুই আর
সামনে অকূল গাঙরে আমার
ক্যামনে হব পার।
ও তার পাহাড় সমান ঢেউ
ক্যামনে পাড়ি দেব আমি
আমার বান্ধব নাইরে কেউ।
দূরদেশীয়া বন্ধুরে তোর
ডাকে বড় মাযা
পাড়ে বসে কান্দি আমি এ গাঙ
ক্যামনে যাইমু বায়া।
ডুইবা মরার ভয়ে
ঘাটেই আমি থাকি বসে
আমার সময় গেল বয়ে।
জ্বালায় জ্বইলা মরিরে বন্ধু
আমায় ডাকিস না তুই আর
সাধ্য আমার নাইরে বন্ধু
এ গাঙ হইবার পার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।