আজকে সকাল থেকেই মনটা একটু খারাপ। সকাল থেকেই একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমরা কি দিতে জানি শ্রমের মূল্য?
আমাদের বাড়িওয়ালা ভীষণ কিপটে ধরনের, প্রতিটি পয়সা হিসেব করে রাখে। একটি টাকাও যদি কেউ বেশি চায় তহলেই হয়েছে, পুরো দুনিয়াকে জানিয়ে দেবে উনি কতটা কিপটা।
বরাবরের মতই, আজকে সকালে অফিসে যাবার জন্য বের হয়ে দেখি অকথ্য ভাষায় বাড়িওয়ালা এক বৃদ্ধ রিকসাচালককে গালি দিচ্ছে।
গালির এক পয্যায়ে গিয়ে বাড়িওয়ালা রিকসাচালককে দিলো কষে ১টা চড়। খুব খারাপ লাগলো, কিছু বলতে পারলাম না শুধু জানতে চাইলাম কি হয়েছে?
বাড়িওয়ালা বলল "কত বড় সাহস ১০টাকার ভাড়া ১৫টাকা চায়"।
শুনে কিছু বলার ভাষা পেলাম না কারন ১জন বৃদ্ধ রিকসাচালক যদি ১০ টাকার ভাড়া ১৫ টাকা চেয়ে থাকে সেখানে দোষের কি? সেটা কি তার প্রাপ্য নয়? নাহয় ৫টা টাকাই বেশি চেয়েছে কিন্তু তার প্রতিদান কি ১টা চড়?
আমি মাঝে মাঝেই এমন মানুষ দেখি যারা ১/২টাকার কম দেবার জন্য কি না করে। ১০০টা কথা শোনাবে কিন্তু ১টা টাকা বেশি দিবে না।
আমি নিজে ১জন চাকুরিজীবি আমি জানি টাকা আয় করা কতটা কষ্টকর।
একজন ঘাম ঝরানো মানুষ যদি ৫টা টাকা বেশি চায় এবং সেই টাকা চাওয়াটা যদি তার প্রাপ্য হয়ে থাকে তাহলে তার সেই অধিকার ক্ষূণ করে আমরা কি পাবো? ৫টা টাকাই কি জীবনে সব?
অফিসে আসতে আসতে একটি কথাই মনে হচ্ছিলো "আপনি বদলান বাকিরা ঠিকি বদলাবে" আসলেই কি তাই হবে? আমি বদলালেই কি বাকিরাও বদলাবে? সবাই কি বুঝবে শ্রমের মূল্য?সবাই কি মূল্যয়ন করবে শ্রমের??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।