আমাদের কথা খুঁজে নিন

   

চুনারুঘাটে ১০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

হবিগঞ্জের সীমান্তবর্তী উপজেলা চুনারুঘাটের ইসলামপুর এলাকায় প্রায় ১০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাম্পিংয়ের মাধ্যমে পেট্রোবাংলার উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। ফলে চুনারুঘাটসহ গোটা হবিগঞ্জজুড়ে বইছে আনন্দের বন্যা। জানা গেছে, বেশকিছু দিন ধরে ওই উপজেলাধীন রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও, ইসলামপুর, মনিপুর ও পারকুলসহ আরও কয়েকটি স্থানে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চালাচ্ছিল পেট্রোবাংলার প্রকৌশলীরা। এক পর্যায়ে গ্যাস পাওয়ার প্রত্যাশা করেন তাঁরা।

পেট্রোবাংলার চেয়ারম্যান ড.হোসাইন মঞ্জুর এবং ব্যবস্থাপনা পরিচালক আমিরুল রহমানের উপস্থিতে রবিবার দুপুর প্রায় ১২ টায় ওই এলাকায় দু'টি বাম্পিং করা হয়। এই বাম্পিংয়ে প্রকৌশলীরা নিশ্চিত হন এখানে রয়েছে বিপুল পরিমাণ গ্যাস। পেট্রোবাংলার একটি সূ্ত্র সোমবার দুপুরে এই গ্যাস প্রাপ্তির বিষয় পুরোপুরি নিশ্চিত করে। পেট্রোবাংলার ব্যবস্থাপনা পরিচালক আমিরুল রহমানের ধারণা এই কূপে ১০ লাখ ঘনফুট গ্যাস রয়েছে। পরে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসাইন মঞ্জুর জনতার উদ্দেশে বলেন, এই গ্যাস উত্তোলন শুরু হলে এলাকার বেকারদের চাকরি দিয়ে জীবিকার পথ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দ্রুত এই গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই গ্যাস পাবার খবর ছড়িয়ে পড়লে চুনারুঘাটসহ হবিগঞ্জের সকল পেশার মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। বেজায় খুশি এলাকার মানুষ। ঘরে ঘরে গ্যাস পাবার প্রত্যাশা করছেন অনেকেই।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।